'ভারত আমাদের ডাকছে, রক্ত দিয়ে রক্তকে ডাকছে, আর সময় নেই। অস্ত্র তোলো, ঈশ্বর চাইলে শহিদের মৃত্যু বরণ করে নেব আমরা।' বক্তার নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু। জীবনের পরতে পরতে তিনি প্রমাণ করেছিলেন, বীরের শুধু জন্ম হয়, বীরত্বের কোনও অন্ত নেই। সেই নেতাজির আজ জন্মদিন। তাঁকে নিয়ে এমন কতগুলি ঘটনা আছে যেগুলো হয়তো সচারচর আলোচিত হয় না।
Unknown Fact About Netaji Subhash Chandra Bose