Advertisement

Nita Ambani: নীতা আম্বানির সম্পত্তির পরিমাণ রয়েছে 6 লাখ 75 হাজার কোটি টাকারও বেশি

মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির বিলাসবহুল জীবন সম্পর্কে কম-বেশি সকলেরই জানা। কিন্তু এটা কি জানেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রী একবার 1 মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় টাকা প্রায় 8 কোটি 17 লক্ষ টাকার ক্রোকারিজ মানে কাঁচের কাপ ডিসের সেট কেনাকাটা করে সেগুলিকে আবার তার ব্যক্তিগত প্লেনে করে ফিরিয়েও দিয়েছিলেন। আর তার এই কাণ্ডকারখানা খবর সামনে এসেছে। বর্তমানে এশিয়া মহাদেশের ধনীতম ব্যক্তিদের তালিকায় একেবারে প্রথম সাড়িতে মধ্যে রয়েছেন মুকেশ আম্বানি। তাঁর Reliance গ্রুপ এই মুহূর্তে দেশের একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে তাঁর স্ত্রী নীতা আম্বানির সম্পত্তিও নেহাত কম নেই।

Nita Ambani Lifestyle and collection

Advertisement