Advertisement

RG Kar Doctor Death Case: 'চুড়ি দেখিয়ে...', নারীর মর্যাদা রক্ষায় কতটা আন্তরিক RSS কর্মী ?

'চুড়িটা হাতে দেখানো হচ্ছে, সেটা দাসত্বের শৃঙ্খল'। ব্যাখ্যা দিলেন ছাত্র সমাজের নবান্ন অভিযানে থাকা বলরাম বসু। তাঁর কথায়,'আমার কোনও আফসোস নেই। কাউকে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। যাঁরা বোঝার তাঁরা বুঝেছেন। বিভ্রান্ত যারা ছড়াতে চাইছে, তাদের ফাঁদে পড়ব না'।

Advertisement
POST A COMMENT