Advertisement

Sahitya Aaj Tak 2023: 'মন থেকে বানিয়েছি...' সাহিত্য আজতক-এর উদ্বোধনী ভাষণে যা বললেন কলি পুরী

রাজধানী দিল্লিতে ফের সেজে উঠল 'সাহিত্য আজতক'-এর মঞ্চ। আজ থেকেই শুরু হল দেশের সাহিত্য, সংস্কৃতি চর্চার সবচেয়ে বড় আসর। আজ অর্থাত্‍ শুক্রবার মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে 'সাহিত্য আজতক' উদ্বোধন করলেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ভাইস চেয়ারপার্সন কলি পুরী। রবিবার পর্যন্ত চলা এই সুবিশাল সাহিত্য-যজ্ঞে অংশ নিচ্ছেন ৩০০-র বেশি বিশিষ্ট ব্যক্তিত্ব।

Advertisement
POST A COMMENT