Advertisement

Sahitya AajTak Kolkata 2024 Day 1: 'রবীন্দ্রনাথের মৃত্যু হয়নি', সাহিত্য আজতকের মঞ্চে কবি শ্রীজাত

শহর তিলোত্তমায় শুরু হয়ে গিয়েছে সাহিত্য আজতক। সাহিত্য থেকে রাজনীতি সব বিষয় নিয়ে ধুন্ধুমার আলোচনা হবে দুদিন ধরে। আর সাহিত্য আজতক-এর প্রথমদিনেই আড্ডা জমিয়ে দিলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শৌভিক গুহ ঠাকুরতার সঙ্গে মঞ্চে এই কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে শ্রীজাতকে জিজ্ঞেস করা হয় যে তাঁর কবিতায় ভাষার আমূল পরিবর্তন ঘটে গিয়েছে এবং কবি যে ভাষায় কবিতা লিখেছেন তা খুবই সহজ ভাষায়, যা নতুন প্রজন্মকে কানেক্ট করতে পারে সরাসরি। জীবনানন্দ ও রবীন্দ্রনাথের পর তাঁদের প্রভাব পরবর্তী কবিদের ওপর কেমন।

Advertisement
POST A COMMENT