শুরু হয়ে গেল সাহিত্য আজতক ২০২৫। সাহিত্য, কবিতা, সঙ্গীত, শিল্প চর্চার সবচেয়ে বড় মঞ্চ। Sahitya Aaj Tak শুরু থেকেই ব্যাপক জনপ্রিয়। এবারও আপামর সাহিত্য অনুরাগীর ভিড় দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। এখানেই বসেছে সাহিত্য আজতক-এর আসর। আজ অর্থাত্ শুক্রবার সাহিত্য আজতক এর শুভ সূচনা করলেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ভাইস চেয়ারপার্সন কলি পুরী।