Advertisement

Sashi Panja On Sandeshkhali Violence: শাহজাহান সংখ্যালঘু বলেই কি গ্রেফতার নয়? Exclusive শশী

চাপে পড়েই কি সন্দেশখালিতে উত্তম ও শিবুর বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছিল? bangla.aajtak.in-কে রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী বলেন,'প্রথম দিকে যখন অভিযোগ আসতে শুরু করল, তখনই মহিলা কমিশন সবার সঙ্গে কথা বলেছিল। রাত ১২টায় পার্টি মিটিং নিয়ে যে অভিযোগ করা হয়েছিল তা-ও নথিভুক্ত করা হয়েছে। উত্তম সর্দার, শিবু হাজরাও গ্রেফতার হয়েছে। অনেক পরে ধর্ষণের অভিযোগ এসেছিল। পুলিশ বলেছিল, রেপের কোনও অভিযোগ আসেনি।' শাহজাহান সংখ্যালঘু বলেই কি ধরা যাচ্ছে না? শশীর জবাব, অপরাধ অপরাধই। এর সঙ্গে ধর্মের কোনও যোগ নেই।

Advertisement
POST A COMMENT