Advertisement

Recycling Floral Waste: ফেলে দেওয়া ফুল-পাতা দিয়ে পরিবেশ বান্ধব ধূপকাঠি

যোধপুরের বাসিন্দা ডাঃ সন্তোষ ছাপার। একজন পরিবেশবিদ। ৬৭ বছরের সন্তোষ মন্দির থেকে সংগ্রহ করেন বাতিল ফুল-পাতা ইত্যাদি। আর সেটা দিয়েই তৈরি করে ধূপকাঠি। ডাঃ ছাপার ফেলে দেওয়া ফুল ও পাতাগুলোকে অন্যান্য উপাদানের সঙ্গে ভালোভাবে মিশিয়ে হাতে চালিত একটি ছোট মেশিন দিয়ে ধূপকাঠির আকার দেন। গ্রীন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করেন, যেখানে তিনি পরিবেশ সংরক্ষণের কাজে বিশেষত্ব অর্জন করেন এবং বর্তমানে সেখানে প্রধান প্রশিক্ষকও সন্তোষ ছাপার।

Advertisement
POST A COMMENT