scorecardresearch
 
Advertisement

Singur Unique Anganwari School: ট্রেনের বগিতে পড়াশোনা, সিঙ্গুরে অভিনব অঙ্গনওয়াড়ি স্কুল

Singur Unique Anganwari School: ট্রেনের বগিতে পড়াশোনা, সিঙ্গুরে অভিনব অঙ্গনওয়াড়ি স্কুল

হাঁটি হাঁটি পা পা, ট্রেন চাপি দেখে যা। নতুন তৈরি হয়েছে পাঠশালার ট্রেন। ট্রেনের আদলে তৈরি হয়েছে অঙ্গনওয়াড়ি স্কুল। শিশুদের স্কুলমুখী করতে সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামপঞ্চায়েত মধুসূদনপুর গ্রামে তৈরি হয়েছে সুসংহত শিশু বিকাশ কেন্দ্র। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কীমের আওতায় আট লক্ষ নব্বই হাজার টাকা ব্যায়ে সৌরশক্তিচালিত ২৪৪ নং সেন্টার তৈরি হয়েছে। স্কুলে বিদ্যুৎ খরচ সাশ্রয় করা হয়েছে সৌরশক্তির মাধ্যমে। স্কুলে মোট ৪০ জন কচিকাঁচা পড়াশোনা করে। বিনা টিকিটের ট্রেন যাত্রা ও ট্রেনের বগিতে বসে পড়াশোনা, খেলা ও মিড ডে মিল খাওয়া উপভোগ করছে কচিকাঁচারা। খুশি অবিভাবকরা। সবুজ পতাকা নাড়িয়ে ট্রেন চালু করার আনন্দ পড়ুয়াদের। দূর থেকে দেখলে মনে হবে, স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আস্ত একটা ট্রেন।

unique Studying in a train coach at singur

Advertisement