scorecardresearch
 
Advertisement

Darjeeling Srikhola: দার্জিলিংয়ের উচ্চতম গ্রাম শ্রীখোলা যেন একটুকরো আদিম ইতিহাস

Darjeeling Srikhola: দার্জিলিংয়ের উচ্চতম গ্রাম শ্রীখোলা যেন একটুকরো আদিম ইতিহাস

দার্জিলিং এর একটি ছোট্ট গ্রাম শ্রীখোলা। তথাকথিত পর্যটনকেন্দ্র নয়, তবে শ্রীখোলা যারা একবার গিয়েছেন, তাঁদের কাছে খোঁজ নিয়ে দেখুন, তাঁরা হয়তো এজন্মে আর ভুলবেন না এখানকার আদিম সৌন্দর্য। সান্দাকফু-ফালুট ট্রেকিং করতে যারা যান, তাঁদের জানা রয়েছে শ্রীখোলার ব্যাপারে। অনেকে রাত্রিবাস না করে কিছুক্ষণ সময় কাটিয়ে যান। রিম্বিক থেকে খুব কাছে, তবু মিনিট পনেরোর রাস্তা। দার্জিলিং থেকে যেতে হলে কমপক্ষে ছ'ঘন্টা লাগবে। এটি দার্জিলিং জেলার উচ্চতম স্থানগুলির মধ্যে একটি। ইন্টারনেট নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, ইলেকট্রিসিটি পর্যন্ত নেই। যদি কয়েকদিন এমন পরিবেশে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে, তাহলে একবার ঘুরে আসতে পারেন শ্রীখোলায়। সঙ্গে বাড়তি পাওনা রডোডেনড্রনের ওয়াইন আর চমরি গাইয়ের মাংস। আর এখানে রয়েছে দুশো বছরের পুরনো সেতু। যা আপনাকে করে তুলবে নস্টালজিয়ায় আক্রান্ত।

Srikhola darjeeling highest tourist spot historical value 200 year old bridge attraction

Advertisement