গৌতম চট্টোপাধ্যায়কে মণিমামা বলে ডাকতেন। সেই মণিমামা সুরজিৎ চট্টোপাধ্যায়কে প্রথম বলেন, বাংলায় ব্যান্ড খোলার কথা। সুরজিৎ জানান, সেই সময়ের গায়কদের মাথাতেও আসেনি বাংলায় ব্যান্ড হতে পারে। তবে গৌতম চট্টোপাধ্যায় সেই ব্যাপারে তাঁদের আগ্রহ জুগিয়েছিলেন।