Advertisement

'CPIM-এর লোকেরা রাস্তায় ইলেকট্রিক খুঁটিতে বেঁধে পেটাল', কেন মার খেয়েছিলেন Manoranjan Byapari ?

সাত ও আটের দশক। নকশাল আন্দোলনে উত্তাল কলকাতা। সেই সময় নকশাল আন্দোলনের নেতাদের সান্নিধ্যে আসেন আজকের বিধায়ক, তৃণমূল নেতা মনোরঞ্জন ব্যাপারী। নকশাল আন্দোলনের সময় সিপিআইএম-এর হাতে মার খেয়েছিলেন তিনি, করলেন অভিযোগও। 'ব্যক্তিগত'-তে লেখক জানান, রাজনীতি তাঁকে অনেক কিছু শিখিয়েছে। কেড়ে নিয়েছে অনেক কিছু। তবে দিয়েওছে।

Advertisement
POST A COMMENT