Advertisement

Jalpaiguri Storm Situation: 'মিনি টর্নেডো' কতটা ধ্বংসাত্মক? পরিস্থিতি শিউরে ওঠার মতো! 'গ্রাউন্ড জিরো'-তে bangla.aajtak.in

গত রবিবার প্রবল ঝড়ে বিধ্বস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা। আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, কোচবিহারে ঝড়ে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি, ঘর, গাছ বিভিন্ন স্থায়ী নির্মাণ। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ গ্রামে। এখানে পাশাপাশি তিনটি গ্রাম প্রায় মাটি থেকে উপড়ে দিয়েছে কোনও এক অদৃশ্য হাত। মৃত্যু হয়েছে ৫ জনের বলে মুখ্য়মন্ত্রী জানিয়েছেন। তবে ঝড়ের তাণ্ডবের কয়েকদিন পরও পরিস্থিতি এখনও খারাপ। বাড়ি-ঘর মাটিতে মিশে রয়েছে। বিদ্যুৎ এখনও বিচ্ছিন্ন। খাবার-দাবার মিলছে স্বেচ্ছাসেবী সংগঠনের চেষ্টায়। গ্রাউন্ড জিরো-তে গিয়ে দেখল bangla.aajtak.in।

Advertisement
POST A COMMENT