Advertisement

Lord Shri Krishna: টিফিন বক্স, জলের বোতল নিয়ে স্কুলে যান, ক্লাসও করেন ভগবান শ্রীকৃষ্ণ!

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই বিশ্বাসরেই একটি ঘটনা সম্প্রতি সোশাল মিডিয়ায় VIRAL হয়েছে। ঘটনাটা হল, ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিদিন স্কুলে নিয়ে যান এক জন ব্যক্তি। আর স্কুলে গিয়ে প্রতিদিন ক্লাস করেন শ্রীকৃষ্ণ। তাঁর সঙ্গে থাকে ব্যাগ, টিফিন বক্স, জলের বোতল সবকিছু। শ্রীকৃষ্ণ না বলে লাড্ডু গোপাল বলাই ভালো সেই ছাত্রকে। আপনারা হয়তো ভাবছেন এটা সম্ভব? তাহলে দেখুন এই প্রতিবেদন।

uttar pradesh mathura lord shri krishna studying with children

Advertisement