Advertisement

Village of Deaf: শব্দে নয়! একবিংশ শতকে ইশারাতেই 'কথা' বলে গোটা গ্রাম

পাহাড়-জঙ্গলে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ছোট্ট গ্রামে প্রায় তিন হাজার মানুষ বসবাস করেন। এই গ্রামের প্রায় সকল বাসিন্দাই খুব দরিদ্র। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ এই গ্রাম দেখতে এখানে ছুটে আসেন ফি বছর। এই গ্রামের প্রায় হাজার তিনেক বাসিন্দা একে অপরের সঙ্গে যে সাংকেতিক ভাষায় কথা বলেন সেটির নাম ‘কাতা কোলক’। এই গ্রামের সকলেই বধির নয়, তবে অধিকাংশ বাসিন্দাই মূক-বধির হওয়ার সকলেই ‘কাতা কোলক’ সংকেতে একে অপরের সঙ্গে কথাবার্তা বলেন।

Advertisement
POST A COMMENT