Advertisement

Joydeep Mukherjee: মোহনবীণা তৈরির ইতিহাস জানালেন সঙ্গীত শিল্পী ও বাদ্যকার জয়দীপ মুখোপাধ্যায়

মোহনবীণা। সুরশৃঙ্গার আর সরোদের মাঝামাঝি বাদ্যযন্ত্র মোহনবীণা। পণ্ডিত রাধিকামোহন মিত্র সৃষ্টি করেছিলেন এই যন্ত্র। তিনি মনে করেছিলেন সুরশৃঙ্গার যন্ত্রটি দীর্ঘদিন কেউ বাজাবে না। যেহেতু সুরশৃঙ্গার অনেক বড় যন্ত্র। তাই তিনি সরোদ ও সুরশৃঙ্গারের মাঝামাঝি যন্ত্র মোহনবীণা তৈরি করেছিলেন। তবে এই যন্ত্রটির নাম তিনি দেন নি। এব্যাপারে জানালেন সঙ্গীত শিল্পী ও বাদ্যকার জয়দীপ মুখোপাধ্যায়।

Advertisement
POST A COMMENT