মোহনবীণা। সুরশৃঙ্গার আর সরোদের মাঝামাঝি বাদ্যযন্ত্র মোহনবীণা। পণ্ডিত রাধিকামোহন মিত্র সৃষ্টি করেছিলেন এই যন্ত্র। তিনি মনে করেছিলেন সুরশৃঙ্গার যন্ত্রটি দীর্ঘদিন কেউ বাজাবে না। যেহেতু সুরশৃঙ্গার অনেক বড় যন্ত্র। তাই তিনি সরোদ ও সুরশৃঙ্গারের মাঝামাঝি যন্ত্র মোহনবীণা তৈরি করেছিলেন। তবে এই যন্ত্রটির নাম তিনি দেন নি। এব্যাপারে জানালেন সঙ্গীত শিল্পী ও বাদ্যকার জয়দীপ মুখোপাধ্যায়।