Advertisement

লেখালেখির তাগিদ কেন? 'ব্যক্তিগত' তে জানালেন মনোরঞ্জন ব্যাপারী

মনোরঞ্জন ব্যাপারী। খ্যাতনামা লেখক। কিন্তু তিনি কেন লেখেন? তার উত্তর দিলেন। লেখকের মতে, এখনকার লেখকরা নিম্নবিত্ত, গরিব মানুষের কথা সেভাবে লিখতে পারবেন না, যেভাবে তিনি পারেন। কারণ, সেই সব লেখকরা সেভাবে জীবনকে দেখেননি। bangla.aajtak.in এর বিশেষ ইন্টারভিউ শো 'ব্যক্তিগত' তে লেখকের আরও দাবি, তিনি সব রকম মানুষের সঙ্গে থেকেছেন, তাই সেই জীবনের গল্প তাঁর লেখাতে ফুটে ওঠে।

Advertisement
POST A COMMENT