বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Birmingham 2022 Commonwealth Games) ভারোত্তলনে সোনা জিতেছেন হাওড়ার অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। আন্তর্জাতিক মঞ্চে আবারও উজ্জ্বল করেছেন বাংলার নাম।
তবে, হাওড়া থেকে বার্মিংহ্যামের এই যাত্রা অবশ্য খুব সহজ ছিল না অচিন্ত্যর। রীতিমতো বছরের পর বছর দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে আন্তর্জাতিকমহলে স্বীকৃতি অর্জন করলেন হাওড়ার এই যুবক।
মা ও দাদাকে নিয়ে অচিন্ত্যর পরিবার। ছোট বেলায় দাদার সঙ্গে শারীরিক কসরতের মধ্যে দিয়ে শরীর চর্চা শুরু। ধীরে ধীরে ভারোত্তলনের অনুশীলন শুরু হয়।
আরও পড়ুন - ফ্রি-তে ৩টি গ্যাস সিলিন্ডার পেতে করুন এই কাজ, আজই শেষ দিন
বাবা মাত্র ৮ বছর বয়সেই বাবা মারা যান। হটাৎই অথৈ জলে পড়ে পরিবার। পরিবারের হাল ধরতে শরীর চর্চার রাস্তা ছাড়তে হয় দাদা অলোক শিউলিকে। তবে ভাইয়ের স্বপ্ন ভেঙে যেতে দেননি তিনি।
মা ও বড় ভাই দিনরাত পরিশ্রম করে বাঁচিয়ে রাখেন অচিন্ত্যর ভারোত্তোলক হওয়ার লড়াই। তবে মা ও দাদার ত্যাগের সম্মান রেখেন অচিন্ত্যও। ২০১৮ সালে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে সোনা জেতেন তিনি। ২০১৯ সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের সিনিয়র পর্যায়েও জেতেন সোনা।
এরপর ২০২১ সালের আন্তর্জাতিক যুব ভারোত্তোলক প্রতিযোগিতায় রুপোর পদক পেয়ে দ্বিতীয় স্থানে যাত্রা শেষ করেন। দ্বিতীয় কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও পদক আসে সেবছরই। আর এবাএকেবার বার্মিংহ্যাপ কমনওয়েলথে এল সোনা।