scorecardresearch
 
Advertisement
খেলা

IPL 2022: প্রথম ম্যাচেই সুযোগ, উইকেট নিয়ে নজরে বাংলার আকাশদীপ, Photos

এবারের IPL-এ প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে সুযোগ পেয়েছিলেন বাংলার বোলার আকাশদীপ। দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি-র নেতৃত্বে প্রথম ম্যাচে খেলেন বাংলার এই বোলার।
  • 1/10

এবারের IPL-এ প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) দলে সুযোগ পেয়েছিলেন বাংলার বোলার আকাশদীপ (Akash Deep)। দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি-র নেতৃত্বে প্রথম ম্যাচে খেলেন বাংলার এই বোলার। 
 

কঠিন সময় ভয়ঙ্কর হয়ে ওঠা লিয়াম লিভিংস্টোনকে আউট করেন তিনি। ১০ বলে ১৯ রান করে ফেরেন তিনি। সেই সময় খেলায় ফিরে আসে আরসিবি।
  • 2/10

কঠিন সময় ভয়ঙ্কর হয়ে ওঠা লিয়াম লিভিংস্টোনকে আউট করেন তিনি। ১০ বলে ১৯ রান করে ফেরেন তিনি। সেই সময় খেলায় ফিরে আসে আরসিবি (RCB)।
 

শেষ রক্ষা হয়নি। পাঁচ উইকেটে প্রথম ম্যাচ হারতে হয় তাদের। তিন ওভারে ৩৮ রান দিলেও মূল্যবান উইকেট তুলে দলকে খেলায় ফেরান আকাশদীপ।
  • 3/10

শেষ রক্ষা হয়নি। পাঁচ উইকেটে প্রথম ম্যাচ হারতে হয় তাদের। তিন ওভারে ৩৮ রান দিলেও মূল্যবান উইকেট তুলে দলকে খেলায় ফেরান আকাশদীপ। 
 

Advertisement
তবে দারুণভাবে এগিয়ে এসে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন অনুজ রাওয়াত। এক্সট্রা কভারে অসাধারন ক্যাচ নেন অনুজ।
  • 4/10

দারুণভাবে এগিয়ে এসে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন অনুজ রাওয়াত। এক্সট্রা কভারে অসাধারন ক্যাচ নেন অনুজ।    
 

প্রথম ম্যাচে সুযোগ পেয়েছেন বাংলার আরেক বোলার শাহবাজও। এক ওভার বল করে ৬ রান দিলেও তাঁকে আর ব্যবহার করেননি ফাফ।
  • 5/10

প্রথম ম্যাচে সুযোগ পেয়েছেন বাংলার আরেক বোলার শাহবাজও। এক ওভার বল করে ৬ রান দিলেও তাঁকে আর ব্যবহার করেননি ফাফ।
 

বাংলার হয়ে ভাল ক্রিকেট খেলছেন এই দুই বোলার। ঘরোয়া ক্রিকেটে বারবার নজর কেড়েছেন দুই জনেই। সেই কারণেই দলে নিয়েছে আরসিবি। গত মরশুমেও দুইজনেই এই দলে ছিলেন। ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে এসেছিলেন আকাশদীপ।
  • 6/10

বাংলার হয়ে ভাল ক্রিকেট খেলছেন এই দুই বোলার। ঘরোয়া ক্রিকেটে বারবার নজর কেড়েছেন দুই জনেই। সেই কারণেই দলে নিয়েছে আরসিবি। গত মরশুমেও দুইজনেই এই দলে ছিলেন। ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে এসেছিলেন আকাশদীপ। 

অনুশীলন ম্যাচেও RCB-র হয়ে নজর কেড়েছেন আকাশদীপ। সেই কারণেই তাঁকে দলে রাখা হয়েছিল।
  • 7/10

অনুশীলন ম্যাচেও RCB-র হয়ে নজর কেড়েছেন আকাশদীপ। সেই কারণেই তাঁকে দলে রাখা হয়েছিল। 
 

Advertisement
২০ ওভার ব্যাট করে মাত্র দুই উইকেট হারিয়ে ২০৫ রান করেও জিততে পারল না আরসিবি।
  • 8/10

২০ ওভার ব্যাট করে মাত্র দুই উইকেট হারিয়ে ২০৫ রান করেও জিততে পারল না আরসিবি। 
 

এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস। পাঁচ উইকেটে ম্যাচ জেতেন মায়াঙ্করা।
  • 9/10

এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস। পাঁচ উইকেটে ম্যাচ জেতেন মায়াঙ্করা।  
 

ওডেন স্মিথের সামনে দাঁড়াতে পারেননি মহম্মদ সিরাজরা। মাত্র ৮ বলে ২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জেতান তিনি।
  • 10/10

ওডেন স্মিথের সামনে দাঁড়াতে পারেননি মহম্মদ সিরাজরা। মাত্র ৮ বলে ২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জেতান তিনি। 

Advertisement