FIFA Worlc Cup 2022: বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোকে ২ গোলে হারিয়ে বিশ্বকাপে নক আউটে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখল আর্জেন্টিনা।
শনিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে এই ম্যাচ আর্জেন্টিনার কাছে ছিল ডু অর ডাই।
এদিন ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি। অন্যদিকে, ৫-৩-২ ছকে দল সাজিয়েছিলেন মেক্সিকোর কোচ মার্টিনো।
প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। মেসিদের আক্রমণ বারবার প্রতিহত করছিল মেক্সিকোর ডিফেন্স। দ্বিতীয়ার্ধের শুরু থেকে একে অপরের বক্সে আক্রমণ শানাতে থাকে দুই দল।
এরই মাঝে মেসির একটি ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়। মেসি, ডি মারিয়াদের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছিলেন গুয়ার্দাদো, হেরেরা। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় নীল-সাদা জার্সিধারীদের হয়ে গোল করেন লিওনেল মেসি।
তারপর থেকেই আর্জেন্টিনা যেন রোলস রয়েসে পরিণত হয়। একের পর এক আক্রমণে ছিন্নভিন্ন হয়ে যায় মেক্সিকান ডিফেন্স।
অনেক কিছু প্রমাণ করার ছিল লিওনেল মেসির। সৌদির কাছে হারের পর প্রশ্ন উঠতে শুরু করেছিল তাঁর দায়বদ্ধতা নিয়ে। এমনকী সৌদিকে ম্যাচ ছেড়েছেন বলেও অনেকে আঙুল তুলছিলেন।
সে সব কিছুর জবাব দিলেন ডিফেন্স চিরে মারা শটে। গোলরক্ষক ওচোয়ার বাঁ দিক দিয়ে বল যখন জালে ঢুকছে, শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়েও গোল বাঁচাতে পারেননি।
মেসির গোলটা যদি এয়ারে মারা হতো, তাহলে দেখতে পেতেন ওচোয়া। কিন্তু সামনে ডিফেন্সের জটলার মধ্য দিয়ে মেসির আচমকা মাটিঘেঁষা শট দেখতেই পাননি মেক্সিকান গোলরক্ষক।
ফলে আর্জেন্টিনা গোল পেল। আর একটা গোলে বদলে গেল নীল-সাদা জার্সিধারীদের দুনিয়া। গোলের পর মেসির উচ্ছ্বাস যেন বয়ান করে দিচ্ছিল অনেককিছুর।
মেসির গোলের সঙ্গে সৌদির হারের ধাক্কা কাটিয়ে উঠল আর্জেন্টিনা, পোল্যান্ড ম্য়াচের আগে যা রসদ দেবে তাঁদের। পাশাপাশি পুরনো আর্জেন্টিনার ঝলক দেখা গেল।