কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা (Argentina)। বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির (Lionel Messi)। এবার এই ঐতিহাসিক বিশ্বকাপকে স্মরণ করে রাখতে দারুণ উদ্যোগ নিলেন মেসি। বিশ্বকাপ জয়ী সমস্ত ফুটবলার ও সাপোর্ট স্টাফদের বিশেষ উপহার দিতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
ব্রিটিশ ট্যাবলয়েড 'দ্য সানের' রিপোর্ট অনুযায়ী ২৪ ক্যারেট সোনা দিয়ে বিশেষভাবে তৈরি করা হবে আইফোন। এই আইফোন পাবেন দলের সমস্ত ফুটবলার-কোচ ও সাপোর্ট স্টাফরা।
গর্বের মুহূর্ত স্মরণীয় করে রাখতে স্পেশাল কিছু করার করার পরিকল্পনা ছিল মেসির। এই জন্য আই ডিজাইন গোল্ডের সিইও বেন লিয়ান্সের সঙ্গে যোগাযোগ করেন মেসি।
আই ডিজাইনই এই আইফোনের নকশা তৈরি করে। বিশ্বকাপ জেতার কিছুদিনের মধ্যেই মেসি আই ডিজাইনের সঙ্গে যোগাযোগ করেন। সাধারণ ঘড়ি বা অন্য কিছু উপহার হিসেবে দিতে চাননি মেসি।
এই ফোনের প্রত্যেকটির দাম ১ লক্ষ ৭৫ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমান ১.৭৩ কোটি টাকা। প্রতিটি ফোনেই ফুটবলারের নাম, জার্সি নম্বর খোদাই করা রয়েছে। গত শনিবার মেসির প্যারিসের বাড়িতে এই আইফোন গুলি ডেলিভারি করা হয়েছে।
বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াড: এমি মার্টিনেজ, ফ্রাঙ্কো আর্মানি, জেরনিমো রুলি, মার্কোস আকুনা, হুয়ান ফয়েথ, লিসান্দ্র মার্টিনেজ, নিকোলাস তাগলিফিকো, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, জার্মান পাজেল্লা, এঞ্জেল ডি মারিয়া, লিয়েন্দ্র পারেদেস, রড্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক আলিস্তার, এনজো ফার্নান্দেজ, এজেকুয়েল প্যালাসিওস, গুইদো রদ্রিগেজ, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, এঞ্জেল কোরিয়া, হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, আলেহান্দ্র গোমেজ, লিওনেল মেসি