scorecardresearch
 
Advertisement
খেলা

Arun Lal-Bulbul Saha: কীভাবে বুলবুলের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অরুণ লাল?

সোমবার বিয়ে হতে চলেছে অরুণ লাল ও বুলবুল সাহার। কলকাতার এক হোটেলে বসছে বিয়ের আসর।
  • 1/10

সোমবার বিয়ে হতে চলেছে অরুণ লাল ও বুলবুল সাহার। কলকাতার এক হোটেলে বসছে বিয়ের আসর।
 

কয়েক বছর ধরেই একে অপরকে ডেট করছেন অরুণ লাল ও বুলবুল সাহা। কীভাবে বিয়ের প্রস্তাব বুলবুলের বাড়িতে নিয়ে গিয়েছিলেন অরুণ লাল, জানেন?
  • 2/10

কয়েক বছর ধরেই একে অপরকে ডেট করছেন অরুণ লাল ও বুলবুল সাহা। কীভাবে বিয়ের প্রস্তাব বুলবুলের বাড়িতে নিয়ে গিয়েছিলেন অরুণ লাল, জানেন?
 

ফোনে বুলবুল সাহা আজতক বাংলাকে জানালেন, ''বাড়িতে বাঙালি জামাইয়ের মত মাছ, মিষ্টি, গয়না নিয়ে এসেছিল। আমার বাবা-মা, পিসি-র সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলতে।''
  • 3/10

ফোনে বুলবুল সাহা আজতক বাংলাকে জানালেন, ''বাড়িতে বাঙালি জামাইয়ের মত মাছ, মিষ্টি, গয়না নিয়ে এসেছিল। আমার বাবা-মা, পিসি-র সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলতে।''
 

Advertisement
বিয়ের পর নিজের একটা রেস্তোরাঁ খোলার কথা ভাবছেন বুলবুল। আজতক বাংলাকে জানান সেই কথাও।
  • 4/10

বিয়ের পর নিজের একটা রেস্তোরাঁ খোলার কথা ভাবছেন বুলবুল। আজতক বাংলাকে জানান সেই কথাও।
 

রান্না করতে ভালবাসেন বুলবুল। ২০১৯ সালে একটি রান্নার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। বুলবুল বলেন, ''আমি রান্না করতে খুব ভালবাসি। খেতে তো ভালবাসিই পাশাপাশি খাওয়াতে পারলেও খুব তৃপ্তি পাই। সেই কারণেই একটা রেস্তোরাঁ খোলার ইচ্ছে রয়েছে।''
  • 5/10

রান্না করতে ভালবাসেন বুলবুল। ২০১৯ সালে একটি রান্নার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। বুলবুল বলেন, ''আমি রান্না করতে খুব ভালবাসি। খেতে তো ভালবাসিই পাশাপাশি খাওয়াতে পারলেও খুব তৃপ্তি পাই। সেই কারণেই একটা রেস্তোরাঁ খোলার ইচ্ছে রয়েছে।''
 

সোমবার অতিথিদের জন্য থাকছে এলাহি আয়োজন। চিংড়ি মাছের মালাইকারি, ফিস ফ্রাই, মটন কষা, ছানার মহিমা, আম দই। থাকছে মেনুতে।
  • 6/10

সোমবার অতিথিদের জন্য থাকছে এলাহি আয়োজন। চিংড়ি মাছের মালাইকারি, ফিস ফ্রাই, মটন কষা, ছানার মহিমা, আম দই। থাকছে মেনুতে।
 

ইতিমধ্যেই গায়ে হলুদ অনুষ্ঠান হয়ে গিয়েছে বুলবুল ও অরুণ লালের। নিজের ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন বুলবুল।
  • 7/10

ইতিমধ্যেই গায়ে হলুদ অনুষ্ঠান হয়ে গিয়েছে বুলবুল ও অরুণ লালের। নিজের ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন বুলবুল।  
 

Advertisement
বেশ কয়েক বছর আগে এক বন্ধুর পার্টিতে অরুণ লালের সঙ্গে আলাপ হয়েছিল বুলবুলের। সেখান থেকেই কথাবার্তা চলতে থাকে দুইজনের।
  • 8/10

বেশ কয়েক বছর আগে এক বন্ধুর পার্টিতে অরুণ লালের সঙ্গে আলাপ হয়েছিল বুলবুলের। সেখান থেকেই কথাবার্তা চলতে থাকে দুইজনের।
 

সোমবার বিয়ের অনুষ্ঠানে আসতে পারেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
  • 9/10

সোমবার বিয়ের অনুষ্ঠানে আসতে পারেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
 

অরুণ লালের প্রকৃতি প্রেম, গরীবদের সাহায্য করার ইচ্ছে এবং পশু-পাখিদের প্রতি ভালবাসা দেখে মুগ্ধ হয়েছিলেন বুলবুল। এরপরেই প্রাক্তন ক্রিকেটারের প্রেমে পড়ে যান তিনি।      
  • 10/10

অরুণ লালের প্রকৃতি প্রেম, গরীবদের সাহায্য করার ইচ্ছে এবং পশু-পাখিদের প্রতি ভালবাসা দেখে মুগ্ধ হয়েছিলেন বুলবুল। এরপরেই প্রাক্তন ক্রিকেটারের প্রেমে পড়ে যান তিনি।      
 

Advertisement