Advertisement
খেলা

Arun Lal and Bulbul Saha: মাটন কষা-চিংড়ি মালাইকারি... অরুণ-বুলবুলে বিয়ের মেনু রইল

  • 1/9

সোমবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন বাংলার ক্রিকেট দলের কোচ অরুণ লাল। মধ্য কলকাতার এক হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে তাঁর বিয়ে। 
 

  • 2/9

২ মে তাঁর দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)-সুদীপ চট্টোপাধ্যায়দের হেডস্যার। 
 

  • 3/9

অরুণ লাল আর বুলবুল সাহার বিয়েতে থাকছে এলাহি আয়োজন। ফোনে আজতক বাংলাকে বুলবুল জানালেন,''মূলত বাঙ্গালী সমস্ত খাবার থাকছে বিয়েতে। থাকছে চিংড়ি মাছের মালাইকারি, ফিস ফ্রাই, মটন কষা, ছানার মহিমা, আম দই।'

Advertisement
  • 4/9

অতিথি হিসেবে থাকতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। এছাড়াও উপস্থিত থাকবেন সিএবি-র কর্তা ও বাংলা দলের ক্রিকেটাররা।

  • 5/9

গত সোমবার গায়ে হলুদের সমস্ত নিয়ম পালন করলেন ৬৬ বছরের অরুণ লাল। হবু স্বামী-স্ত্রীকে একসঙ্গেই হলুদ পোশাকে পাওয়া গেল এদিনের অনুষ্ঠানে। 
 

  • 6/9

বুলবুলের পারিবারিক বন্ধু বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বুলবুলের ফার্ম হাউজেও একবার এসেছিলেন সৌরভ। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সানাও।
 

  • 7/9

প্রথম পক্ষের স্ত্রী রীনার সঙ্গে বিচ্ছেদ হলেও একই সঙ্গে থাকেন অরুণ লাল। কারণ রীনা অসুস্থ। দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ লালের প্রথম স্ত্রী। 
 

Advertisement
  • 8/9

পেশায় স্কুল শিক্ষক বুলবুল। শিয়ালদহের কাছে সেন্ট পলস মিশন স্কুলে শিক্ষিকা বুলবুল।
 

  • 9/9

রান্না করতে ভালবাসেন বুলবুল। ২০১৯ সালে একটি রান্নার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি।  
 

Advertisement