
সোমবার বিয়ে সেরে ফেললেন অরুণ লাল ও বুলবুল সাহা। রবিবার তাঁদের রেজিস্ট্রি হয়। আর সোমবার ছিল সামাজিক বিয়ে।

৬৬ বছর বয়সী অরুণ লালের দ্বিতীয় বিয়ে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কনে বুলবুলের বয়স ৩৭।

সোমাবার সকালে রবিবারের রেজিস্ট্রির ছবি ফেসবুক প্রোফাইলে দেন বুলবুল। বুলবুলের পরনে ছিল সাদা শাড়ি আর সাদা স্লিভলেস ব্লাউজ। অরুণ লাল পরেছিলেন সাদা পাঞ্জাবি আর ওভারকোট।

কেক কেটে লাল গোলাপের মালা বদল করে রেজিস্ট্রি করেন বুলবুল ও অরুণ লাল। এরপর বুলবুলকে কিস করতে দেখা যায় অরুণ লালকে।

বিয়ের রাতে মেরুন রঙের ভারী কাজের লেহেঙ্গা, লাল গোলাপের মালায় সেজেছিলেন কনে বুলবুল।

অরুণ লালের পরনে ছিল ঘিয়ে রঙয়ের পাঞ্জাবি। সোনালি জুতো আর মেরুন জহরকোট। তাঁর গলায়ও ছিল লাল গোলাপের মালা।

অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কালো শার্ট পরে হাজির হয়েছিলেন সৌরভ।

সৌরভ ছাড়াও সিএবি-র কর্তারাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে। ছিলেন প্রাক্তন ক্রিকেটার সাবা করিমও।

রবিবারের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

রেজিস্ট্রির ছবি ফেসবুক প্রোফাইলে পোস্ট করে বুলবুল লেখেন, 'অফিশিয়ালি মিসেস লাল...''