
আগামী ২ মে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বুলবুল ও অরুণ লাল। ইতিমধ্যেই গায়ে হলুদ হয়ে গিয়েছে। সোমবার বিয়ে।

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বুলবুলের পারিবারিক বন্ধু। আবার অরুণ লালের সঙ্গে সৌরভের সখ্যতার কথা সকলেরই জানা।।

২ মে বিয়েতে উপস্থিত থাকতে পারেন সৌরভ ও ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

তিন-চার বছর ধরেই বুলবুলের সঙ্গে সম্পর্ক রয়েছে অরুণ লালের।

সোমবার গায়ে হলুদের সমস্ত নিয়ম পালন করলেন ৬৬ বছরের অরুণ লাল। হবু স্বামী-স্ত্রীকে একসঙ্গেই হলুদ পোশাকে পাওয়া গেল এদিনের অনুষ্ঠানে।

পেশায় স্কুল শিক্ষক বুলবুল। শিয়ালদহের কাছে সেন্ট পলস মিশন স্কুলে শিক্ষিকা বুলবুল।

সেদিন লালজীর পরনে ছিলেন হলুদ পাঞ্জাবি ও পায়জামা। বুলবুল পরেছিলেন হলুদ শাড়ি।

গায়ে হলুদ পর্বের পর ছিল এলাহী খাওয়া-দাওয়ার আয়োজন।

বুলবুলের পারিবারিক বন্ধু বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বুলবুলের ফার্ম হাউজেও একবার এসেছিলেন সৌরভ।

বুলবুল ও অরুণ লালের দাবি, তাঁদের বিয়ের ব্যাপারে সম্মতি রয়েছে অরুণ লালের প্রথম পক্ষের স্ত্রী রীনা।