scorecardresearch
 
Advertisement
খেলা

East Bengal vs ATK Mohun Bagan ISL Derby: ডার্বিতে গোল না খেয়ে ৩ পয়েন্ট টার্গেট, ক্লিনশিট রক্ষা করাই লক্ষ্য দিমিত্রাস-লিস্টনদের

পেত্রো দ্রিমিত্রাসকে ঘিরে সবুজ-মেরুন সমর্থকদের প্রত্যাশার পারদ চড়ছে। অস্ট্রেলিয়ান মিডফিল্ডার কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে পাঁচ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। যা চলতি আইএসএলে (ISL) প্রথম।  এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) অজি মিড
  • 1/8

পেত্রো দ্রিমিত্রাসকে ঘিরে সবুজ-মেরুন সমর্থকদের প্রত্যাশার পারদ চড়ছে। অস্ট্রেলিয়ান মিডফিল্ডার কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে পাঁচ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। যা চলতি আইএসএলে (ISL) প্রথম।  এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) অজি মিডফিল্ডারের সঙ্গে ফরাসি মিডফিল্ডারের বোঝাপড়া কোচ জুয়ান ফেরান্দোর শক্তি প্রতিপক্ষের দুশ্চিন্তা। 
 

ডার্বিতেও দ্রিমিত্রাস ম্যাজিক চাইছেন মেরিনার্সরা।  প্রথম বছর খেলতে এসে সমর্থকদের মন দ্রুত জয় করতে পেরে আত্মবিশ্বাসী তিনি। তবে ডার্বি নিয়ে নিজেকে চাপে ফেলতে নারাজ পেত্রো দ্রিমিত্রাস। বরং প্রায় এক লক্ষ দর্শকের সামনে ডার্বির উন্মাদনা উপভোগ করতে চান।
  • 2/8

ডার্বিতেও দ্রিমিত্রাস ম্যাজিক চাইছেন মেরিনার্সরা।  প্রথম বছর খেলতে এসে সমর্থকদের মন দ্রুত জয় করতে পেরে আত্মবিশ্বাসী তিনি। তবে ডার্বি নিয়ে নিজেকে চাপে ফেলতে নারাজ পেত্রো দ্রিমিত্রাস। বরং প্রায় এক লক্ষ দর্শকের সামনে ডার্বির উন্মাদনা উপভোগ করতে চান।
 

ডার্বির প্রস্তুতি এখন জোরকদমে চলছে এটিকে মোহনবাগানে। কোচের পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে তৈরি শুভাশিষ বসু। ডার্বির চিরাচরিত লড়াইয়ের আবেগ ছোটবেলা থেকে দেখে বড় হয়েছেন। স্বপ্ন দেখতেন এই লড়াইয়ে সামিল হওয়ার। সেই স্বপ্ন এখন সফল। আইএসএলের মঞ্চে প্রথমবার কলকাতার
  • 3/8

ডার্বির প্রস্তুতি এখন জোরকদমে চলছে এটিকে মোহনবাগানে। কোচের পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে তৈরি শুভাশিষ বসু। ডার্বির চিরাচরিত লড়াইয়ের আবেগ ছোটবেলা থেকে দেখে বড় হয়েছেন। স্বপ্ন দেখতেন এই লড়াইয়ে সামিল হওয়ার। সেই স্বপ্ন এখন সফল। আইএসএলের মঞ্চে প্রথমবার কলকাতার মাটিতে  সবুজ মেরুন বনাম লাল হলুদ। 
 

Advertisement
টিকিট শেষ। ফলে দর্শক পরিপূর্ন পরিবেশে ডার্বি খেলার উত্তেজনায় ফুটছেন শুভাশিস নিজে। প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ দেখেছেন। তাঁর মতে চলতি আইএসএলের প্রতিটি দলই শক্তিশালী। তাই সতর্ক হয়ে প্রতিটি ম্যাচই খেলতে হবে।
  • 4/8

টিকিট শেষ। ফলে দর্শক পরিপূর্ন পরিবেশে ডার্বি খেলার উত্তেজনায় ফুটছেন শুভাশিস নিজে। প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ দেখেছেন। তাঁর মতে চলতি আইএসএলের প্রতিটি দলই শক্তিশালী। তাই সতর্ক হয়ে প্রতিটি ম্যাচই খেলতে হবে। 
 

কোচের নির্দেশ মাঠে বাস্তবায়ন একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন শুভাশিস। সুযোগ তৈরি হলেও তার প্রয়োগ না করতে পারা নিয়ে যে সমালোচনা চলছিল তার জবাব কেরল ব্লাস্টার্স ম্যাচে দেওয়া গিয়েছে বলে মনে করেন।
  • 5/8

কোচের নির্দেশ মাঠে বাস্তবায়ন একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন শুভাশিস। সুযোগ তৈরি হলেও তার প্রয়োগ না করতে পারা নিয়ে যে সমালোচনা চলছিল তার জবাব কেরল ব্লাস্টার্স ম্যাচে দেওয়া গিয়েছে বলে মনে করেন। 
 

সবকিছু ছাপিয়ে দিনের শেষে তিন পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য তাঁর। দলের রক্ষনভাগের অন্যতম সদস্য হিসেবে গোল না হজম করার বিষয়টিও মাথায় রাখছেন শুভাশিস। জানিয়েছেন ডার্বিতে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যের সঙ্গে সঙ্গে গোল না খাওয়ার বিষয়টিও ভাবনায় রেখেছেন।
  • 6/8

সবকিছু ছাপিয়ে দিনের শেষে তিন পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য তাঁর। দলের রক্ষনভাগের অন্যতম সদস্য হিসেবে গোল না হজম করার বিষয়টিও মাথায় রাখছেন শুভাশিস। জানিয়েছেন ডার্বিতে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যের সঙ্গে সঙ্গে গোল না খাওয়ার বিষয়টিও ভাবনায় রেখেছেন।
 

গত মরসুমের আইএসএলে ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছিলেন লিস্টন কোলাসো। চলতি আইএসএলে তাঁর নাম স্কোরারদের তালিকায় এখনও ওঠেনি। কেরলিয়ান উইঙ্গার সেই খামতি ডার্বিতেই মেটাতে চান।
  • 7/8

গত মরসুমের আইএসএলে ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছিলেন লিস্টন কোলাসো। চলতি আইএসএলে তাঁর নাম স্কোরারদের তালিকায় এখনও ওঠেনি। কেরলিয়ান উইঙ্গার সেই খামতি ডার্বিতেই মেটাতে চান।  
 

Advertisement
তবে ব্যক্তিগত লক্ষ্যপূরনের চেয়ে দলের জয়কে সবার আগে রাখছেন। ডুরান্ড কাপে দর্শকভরা ডার্বিতে খেলার অভিজ্ঞতা হয়েছে। এবারও একইরকম পরিবেশে খেলার সুযোগ।  প্রতিপক্ষ ইস্টবেঙ্গল আগের তুলনায় শক্তিশালী মনে করেন।  তাই কঠিন লড়াই অপেক্ষা করছে ধরে নিয়েই সেরাটা নিংড়ে জয় প
  • 8/8

তবে ব্যক্তিগত লক্ষ্যপূরনের চেয়ে দলের জয়কে সবার আগে রাখছেন। ডুরান্ড কাপে দর্শকভরা ডার্বিতে খেলার অভিজ্ঞতা হয়েছে। এবারও একইরকম পরিবেশে খেলার সুযোগ। প্রতিপক্ষ ইস্টবেঙ্গল আগের তুলনায় শক্তিশালী মনে করেন।  তাই কঠিন লড়াই অপেক্ষা করছে ধরে নিয়েই সেরাটা নিংড়ে জয় পেতে চান লিস্টন কোলাসো।

Advertisement