Advertisement
খেলা

ATK Mohun Bagan: ডার্বির আগে কোচি থেকে ৩ পয়েন্ট তোলাই চ্যালেঞ্জ ফেরান্দোর

  • 1/8

প্রথম ম্যাচ হারের পরেও দল চাপে নেই। এমনটাই দাবি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দো। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিতে চান ফেরান্দো (Juan Ferrando।
 

  • 2/8

প্রথম ম্যাচে হারের পেছনে মনসংযোগের অভাবকেই দায়ী করেছিলেন এটিকে মোহনবাগান কোচ।  রবিবার সেই ভুলের ফের পুনরাবৃত্তি হলে আবার হারতে হতে পারে,সেকথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। 
 

  • 3/8

প্রতিপক্ষ হিসেবে কেরল ব্লাস্টার্স (Kerala Blasters) বেশ শক্তিশালী দল। ইস্টবেঙ্গলকে হারিয়ে মানসিকভাবে বেশ চাঙ্গা কেরলের দল। উপভোগ্য লড়াই আশা করছেন ফেরান্দো। 
 

Advertisement
  • 4/8

চলতি আইএসএলের প্রতিটি ম্যাচকেই কঠিন বলে মনে করেন ফেরান্দো। ম্যাচ কঠিন হলেও এক পয়েন্টের জন্য নয়, তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য রেখে এটিকে মোহনবাগান মাঠে নামবে। সেটাও মনে করিয়ে দিয়েছেন জুয়ান ফেরান্দো। প্রতিটি ম্যাচেই গোল ক্ষেত্রে সঠিক লোকের অভাবে ভুগছে এটিকে মোহনবাগান বলে মনে করেন সমালোচকরা।  
 

  • 5/8

যদিও এই ব্যাপারে সহমত নন লিস্টন কোলাসোদের হেডস্যার।  তাই রয় কৃষ্ণদের অভাব অনুভবের কথাও মানছেন না।  তার মতে গোলের সুযোগ তৈরির আসল ব্যাপার।  কে গোল করল তা আসল নয়।  সেদিক থেকে এটিকে মোহনবাগানের খেলায় সুযোগ তৈরি হওয়ায় বাড়তি চিন্তায় ভুগছেন না জুয়ান ফেরান্দো।
 

  • 6/8

চেন্নাইয়িনের বিরুদ্ধে গোল করে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি।  এই ব্যাপারে মনসংযোগের অভাবকে দায়ী করেছিলেন।  কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একই ভুলের পুনরাবৃত্তি চাইছেন না।
 

  • 7/8

ডার্বি ম্যাচের আগে অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য এটিকে মোহনবাগানের। সেটা করতে পারলে ডার্বিতে আরও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে এটিকে মোহনবাগান।
 

Advertisement
  • 8/8

 মিশন কেরলের চ্যালেঞ্জ কঠিন হলেও কড়া মানসিকতায় জয় পাওয়ার ঘুটি সাজাচ্ছেন জুয়ান। 
 

Advertisement