অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনক পারফরম্যান্স করেছে ভারতীয় ক্রিকেট দল। এরপরই দলে বেশ কয়েকটা পরিবর্তন করার চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে মেলবোর্ন (বক্সিং ডে) টেস্ট। ভারতীয় ক্রিকেট দল আপাতত নিজেদের ব্যাটিং নিয়েই যথেষ্ট চিন্তিত। সিরিজ়ে ফিরে আসার জন্য বিকল্প ক্রিকেটার খোঁজা শুরু হয়ে গেছে।
দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। এছাড়া ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ এবং উমেশ যাদব নিশ্চিতভাবেই নির্বাচিত হচ্ছেন। দলের বাকি পাঁচজন ক্রিকেটারের নির্বাচনের ব্যাপারে ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে দিয়েছে।
অ্যাডিলেড টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা এবং তরুণ ওপেনার পৃথ্বী শ'কে এই টেস্ট ম্যাচে বসিয়ে দেওয়া হতে পারে। আশা করা হচ্ছে, অনুশীলন ম্যাচে ভালো পারফরম্যান্স করার জন্য পৃথ্বী শ'য়ের জায়গায় মাঠে নামতে পারেন শুভমান গিল। কারণ দলের তারকা ওপেনার রোহিত শর্মাকে তৃতীয় টেস্ট ম্যাচের আগে পাওয়া যাবে না।
গত বুধবারই ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে অনুশীলন করেছেন শুভমান গিল। এর থেকেই আঁচ পাওয়া যাচ্ছে যে দ্বিতীয় টেস্ট ম্যাচে এই দুজন ব্যাটসম্যানই ওপেন করতে পারেন। গোলাপি বলের অনুশীলন ম্যাচে শুভমান ৪৩ এবং ৬৫ রান করার পরেও প্রথম টেস্ট ম্যাচের চূড়ান্ত একাদশে ভারতীয় ক্রিকেট দলে তাঁর জায়গা হয়নি। রনজি ট্রফিতে পঞ্জাবের হয়ে ওপেন করেন গিল। সেকারণে খারাপ ফর্মে তথাকা পৃথ্বী শ'য়ের জায়গায় তাঁকে মাঠে নামানো হতে পারে।
Nice and clean from @RealShubmanGill 😎 #TeamIndia #AUSvIND pic.twitter.com/oHGQsJhDHh
— BCCI (@BCCI) December 23, 2020
অন্যদিকে ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি ঋদ্ধিমান সাহা। এই অবস্থায় প্রত্যেকের নজর রয়েছে ঋষভ পন্থের উপরেই। গত অস্ট্রেলিয়া সফরে (জানুয়ারি ২০১৯) অসাধারণ একটা শতরান করেছিলেন পন্থ। তিনি সিডনি টেস্টে ১৫৯ রানে অপরাজিত ছিলেন। সম্প্রতি অনুশীলন ম্যাচেও তিনি ৭৩ বলে ১০৩ রান করেন। সেকারণে দ্বিতীয় টেস্টে ঋদ্ধির জায়গায় তাঁকে দেখা যেতে পারে।
দলের চূড়ান্ত একাদশে ঢোকার জন্য কার্যত পা বাড়িয়ে রয়েছেন কেএল রাহুল এবং মহম্মদ সিরাজ। অধিনায়ক বিরাট কোহলি এবং দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি সিরিজ়ের বাকি তিনটে টেস্ট ম্যাচে খেলবেন না। সেকারণেই এই পরিবর্তন করতে হচ্ছে। পিতৃত্বকালীন ছুটি নিয়ে ভারতে চলে এসেছেন বিরাট কোহলি। অন্যদিকে হাতে চোট পেয়েছেন মহম্মদ শামি। জানা গেছে, এই চোটের কারণে তাঁকে আগামী ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। গতকাল রাহানেতে বল করছিলেন শার্দূল ঠাকুর, নভদীপ সাইনি এবং মহম্মদ সিরাজ।
মনে করা হচ্ছে, মেলবোর্ন টেস্ট শুরু হওয়ার আগে একশো শতাংশ ফিট হয়ে যাবেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় টেস্ট ম্যাচে হনুমা বিহারির জায়গায় তিনি মাঠে নামতে পারেন। মাথায় চোট লাগার কারণে অ্যাডিলেডে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারেননি জাদেজা। কিন্তু, গতকাল তাঁকে নেট প্র্যাক্টিস করতে দেখা যায়। প্রায় একঘণ্টা তিনি অনুশীলন করেছেন এবং তাঁরই সৌরাষ্ট্র ক্রিকেট দলের সতীর্থ চেতেশ্বর পূজারাকে তিনি বল করেন। এরপর আবার তিনি দ্বিতীয় সেশনে ফিরে আসেন।
See, who is back in the nets. @imjadeja is here and has started preparing for the Boxing Day Test. #TeamIndia #AUSvIND pic.twitter.com/skKTgBOuyz
— BCCI (@BCCI) December 23, 2020