scorecardresearch
 
Advertisement
খেলা

ICC Women T20 WC Final: শ্যাম্পেনের ফোয়ারা; তুমুল নাচ, আবারও বিশ্বসেরা হয়ে সেলিব্রেশন অস্ট্রেলিয়ার

ফের একবার আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপ (ICC T20 World Cup 2023) চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। এই নিয়ে ষষ্ঠবার চ‍্যাম্পিয়ন হল অজিরা। ফাইনালে দক্ষিণ আফ্রিকা (South Africa) হারাল ১৯ রানে। দক্ষিণ আফ্রিকার মাঠেই তাদের হারিয়ে বিশ্বজয় অস্ট্রেলিয়ার। 
  • 1/8

ফের একবার আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপ (ICC T20 World Cup 2023) চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। এই নিয়ে ষষ্ঠবার চ‍্যাম্পিয়ন হল অজিরা। ফাইনালে দক্ষিণ আফ্রিকা (South Africa) হারাল ১৯ রানে। দক্ষিণ আফ্রিকার মাঠেই তাদের হারিয়ে বিশ্বজয় অস্ট্রেলিয়ার।  
 

ফাইনালে টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া (Australia Women Cricket Team)। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে অজিরা। অস্ট্রেলিয়া হয়ে সর্বোচ্চ রান করেন বেথ মুনি (Beth Mooney)।
  • 2/8

ফাইনালে টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া (Australia Women Cricket Team)। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে অজিরা। অস্ট্রেলিয়া হয়ে সর্বোচ্চ রান করেন বেথ মুনি (Beth Mooney)। 
 

মাত্র ৫৩ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৯টা চার আর একটা ছক্কায় সাজানো তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ১৩৯.৬২। ভাল ব্যাট করেছেন গার্ডনারও। মাত্র ২১ বলে করেন ২৯ রান। ২টো চার আর ২টো ছক্কা মারেন তিনি।
  • 3/8

মাত্র ৫৩ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৯টা চার আর একটা ছক্কায় সাজানো তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ১৩৯.৬২। ভাল ব্যাট করেছেন গার্ডনারও। মাত্র ২১ বলে করেন ২৯ রান। ২টো চার আর ২টো ছক্কা মারেন তিনি।
 

Advertisement
হিলি ২০ বলে করেন ১৮ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে দু'টি করে উইকেট নেন শাবমিন ইসমাইল এবং মারিজান ক‍্যাপ। একটি করে উইকেট নেন ননকুলুকেও মালবা এবং চোল ট্রাওন।
  • 4/8

হিলি ২০ বলে করেন ১৮ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে দু'টি করে উইকেট নেন শাবমিন ইসমাইল এবং মারিজান ক‍্যাপ। একটি করে উইকেট নেন ননকুলুকেও মালবা এবং চোল ট্রাওন। 
 

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সবচেয়ে বেশি রান করেন ওপেনার লরা উলভাদত। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
  • 5/8

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সবচেয়ে বেশি রান করেন ওপেনার লরা উলভাদত। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
 

২৩ বল খেলে ২৫ রান করেন চোল ট্রাওন। এছাড়া কেউই সেভাবে উইকেটে দাঁড়াতে পারেননি। ব্যর্থ হয়েছেন অধিনায়ক সুনে লুসও। তিনি মাত্র ২ রান করে রান আউট হন।
  • 6/8

২৩ বল খেলে ২৫ রান করেন চোল ট্রাওন। এছাড়া কেউই সেভাবে উইকেটে দাঁড়াতে পারেননি। ব্যর্থ হয়েছেন অধিনায়ক সুনে লুসও। তিনি মাত্র ২ রান করে রান আউট হন।
 

একটি করে উইকেট নেন মেগান স্কাউট, অ‍্যাসলেগ গার্ডনার, ডার্সি ব্রাউন এবং জেস জোনাসেন। যদিও ফাইনালে ভাল বল করতে পারেননি তারকা বোলার তাহিলা ম্যাকগ্রাথ। ২ ওভারে ১৭ রান দিলেও সাফল্য পাননি তিনি। ষষ্ঠবার বিশ্বকাপ জিতে বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠেন অজি ক্রিকেটাররা
  • 7/8

একটি করে উইকেট নেন মেগান স্কাউট, অ‍্যাসলেগ গার্ডনার, ডার্সি ব্রাউন এবং জেস জোনাসেন। নজির গড়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ম্যাগ ল্যানিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া পঞ্চম আইসিসি ট্রফি জিতল। 

Advertisement
মাঠের মধ্যেই পিচে বসে গভীর রাত পর্যন্ত চলে পার্টি, যেখানে উপস্থিত ছিলেন ক্রিকেটাররা।
  • 8/8

মাঠের মধ্যেই পিচে বসে গভীর রাত পর্যন্ত চলে পার্টি, যেখানে উপস্থিত ছিলেন দলের প্রায় সব ক্রিকেটার। ক্রিকেটাররা তাদের ইনস্টাগ্রামে সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন, যা এখন ভাইরাল। 

Advertisement