টিম ইন্ডিয়া আজ ইংল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামবে। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছে ভারত। আজকের ম্যাচ জিততে পারলেই টি২০ সিরিজের পর একদিনের সিরিজও জিতে নেবে ভারতীয় দল।
এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্রিটিশ পার্লামেন্ট সম্মানিত করেছে।
'বাংলার গর্ব' হিসেবে এই পুরস্কার জিতে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছয় মাস আগেই তাঁর কাছে এই পুরস্কারের কথা জানিয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট।
সৌরভ বলেন, 'আমি একজন বাঙালি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে সম্মানিত হয়েছি। এর চেয়ে ভাল অনুভূতি আর কী হতে পারে? ছয় মাস আগে আমাকে এই জন্য যোগাযোগ করা হয়েছিল। তারা প্রতি বছর এই পুরস্কার দেয়। এবার আমি এটা পেয়েছি।'
জন্মদিন পালন করতে ইংল্যান্ডে মেয়ের কাছে গিয়েছিলেন সৌরভ। একই সঙ্গে চলছে ভারতের ইংল্যান্ড সফর। তাই এখনও সেখানেই রয়েছেন তিনি।
৫০ বছরের জন্মদিন বেশ ধুমধাম করে পালিত হয়েছে। জন্মদিনের আগে থেকেই চলেছে সেলিব্রেশন। কলকাতায় থাকাকালীন সেলিব্রেশন হয়েছে বিভিন্ন জায়গায়।
বোর্ডের কর্তারাও এসেছিলেন সৌরভের জন্মদিন পালনের অনুষ্ঠানে। রাজিব শুক্লা,জয় শাহ, অরুণ ধুমলরাও হাজির হয়েছিলেন এই পার্টিতে। নানা রকম কেক পেস্ট্রি ও ভারতীয় খাবার ছিল এদিনের মেনুতে।
লন্ডনে সৌরভের জন্মদিনের সেলিব্রেশনে দেখা গিয়েছিল সচিন তেন্ডুলকরকেও। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি।