Advertisement
খেলা

Video: মেলবোর্নের মাঠে জাদেজা দেখালেন তরোয়ালের খেলা, করলেন হাফসেঞ্চুরি উদযাপন

  • 1/6

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অসাধারণ একটি শতরান করলেন। এরপর তিনি নিজের ট্রেডমার্ক স্টাইলেই নিজের হাফসেঞ্চুরি উদযাপন করলেন।

  • 2/6

নিজের অর্ধ শতরান করার পর নিজের ব্যাটটা তিনি হাওয়ায় ঘোরাতে থাকেন। তরোয়ালের খেলার মতো তিনি সেলিব্রেশন করতে থাকেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে বহুবার এই দৃশ্য দেখা গেছে যে তিনি হাফসেঞ্চুরি করার পর তিনি উদযাপন করছেন। সেই সময়ই তিনি তরোয়াল খেলা দেখানোর মতো সেলিব্রেশন করেন। 

  • 3/6

এই সেলিব্রেশন দেখার জন্য তাঁর সমর্থকেরা সবসময়ই অপেক্ষা করে থাকেন। জাদেজার এই সেলিব্রেশনের ভিডিও ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট Cricket.com.au নিজেদের টুইটার হ্যান্ডেলে দিয়েছে।

Advertisement
  • 4/6

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে একটি ইন্টারভিউতে জাদেজা বলেছিলেন, এটা রাজপুত ঘরানার একটা পরম্পরা। তাঁদের ঘরানায় কোনও আনন্দ উদযাপন এভাবে তরোয়াল চালিয়েই করা হয়। সেকারণেই তিনি হাফসেঞ্চুরি কিংবা সেঞ্চুরি করলে এমনটা করেন।

  • 5/6

ওই ইন্টারভিউতে জাদেজা জানিয়েছিলেন, রাজপুত সম্প্রদায়ের মধ্যে একটা পরম্পরা রয়েছে। কোনও উৎসবে কিংবা বিশেষ মুহূর্তে পেশাদার তরোয়ালবাজরা দুই হাতে তরোয়াল নিয়ে খেলা দেখান। অনেকটা আমি যেমন করি। এটাকে তরোয়ালবাজি বলা হয়ে থাকে।

  • 6/6

আজ ৫৭ রান করে আউট হয়েছেন রবীন্দ্র জাদেজা। মিশেল স্টার্কের বলে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক রাহানের সঙ্গে তিনি ষষ্ঠ উইকেটে ১২১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ভারতের প্রথম ইনিংস ৩২৬ রানে শেষ হয়। অস্ট্রেলিয়ার থেকে তারা ১৩১ রানে এগিয়ে থাকে।

Advertisement