Advertisement
খেলা

Valentines Day 2021 : প্রেমে পাগল নেইমার, কিন্তু পাত্তা দিচ্ছেন না এই মডেল; রইল Photo

কিয়ারা নাস্তি
  • 1/6

ব্রাজ়িলের বিখ্যাত ফুটবলারকে কে না চেনেন? আপাতত চোটের কবলে পড়ে বার্সেলোনার বিরুদ্ধে তাঁর খেলা অনিশ্চিত হয়ে গেছে। আজ খেলার খবর না'হয় থাক। আসুন, ভ্যালেন্টাইনস দিবসের প্রাক্কালে নেইমারের নতুন প্রেমের গল্প নিয়ে আলোচনা করা যাক।

কিয়ারা নাস্তি
  • 2/6

হ্যাঁ, ঠিকই শুনছেন। নতুন করে প্রেমে পড়েছেন ব্রাজ়িলের এই ফুটবল তারকা। তবে এটাকে পুরোপুরি প্রেম বলা যাবে কি না, তা নিয়ে কিন্তু ঘোরতর সন্দেহ রয়েছে। কারণ নেইমার হাবেভাবে তাঁর মনের কথাটা জানিয়ে দিলেও, উলটোদিক থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।

কিয়ারা নাস্তি
  • 3/6

আপনারা সকলেই হয়ত মনে করছেন, কে এই মেয়েটি? ইনি হলেন পেশায় একজন মডেল। নাম কিয়ারা নাস্তি। ইনস্টাগ্রামে ইট্যালির এই মডেলের ফলোয়ার সংখ্যা ইতিমধ্যেই ১৮ লাখ ছাড়িয়ে গেছে।

Advertisement
কিয়ারা নাস্তি
  • 4/6

ইট্যালির বিভিন্ন সংবাদমাধ্যমে তো আপাতত এই খবরটাই হটকেকের মতো ছড়াতে শুরু করেছে। ওই দেশের 'শি' নামক বিনোদন পত্রিকার সাংবাদিক আলফোনসো সিনিওরিনি বললেন, "নাস্তিকে শুধুমাত্র একটিবার দেখার জন্য যা যা করার দরকার, সবকিছুই নেইমার করে যাচ্ছেন। কিন্তু, কোনও লাভ হচ্ছে না।"

কিয়ারা নাস্তি
  • 5/6

আপাতত যা খবর তাতে নেইমারের এই প্রেম একেবারেই একতরফা। ইনস্টাগ্রামে একের পর এক এই মডেলের ছবিতে লাভ রিঅ্যাকশন দিয়েছেন তিনি। কিন্তু, উল্টোদিক থেকে কোনও সাড়াশব্দই পাওয়া যাচ্ছে না। তাহলে কি এবারের ভ্যালেন্টাইন্স দিবসে নেইমারকে ব্যর্থ মনোরথ নিয়েই ফিরতে হবে? সেই উত্তর অবশ্য এখনও জানা যায়নি।

কিয়ারা নাস্তি
  • 6/6

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, 'ড্যান্স ড্যান্স ড্যান্স' ও 'দ্য আইল্যান্ড অব ফেমাস'–এর মতো একাধিক রিয়্যালিটি অনুষ্ঠানে নাস্তি পারফর্ম করেছেন। ২০১৭ সালে তাঁর এনগেজমেন্টও হয়েছিল, কিন্তু একবছরের মাথায় তা ভেঙে যায়।

Advertisement