বিশ্বকাপ জ্বরে কাবু বাঙালি। কাতারে লিওনেল মেসি (Lionel Messi), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বা নেইমারকে শেষবার খেলতে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি বাঙালি সেলিব্রেটিরা। আর সেই জন্যই তাঁরা উড়ে গিয়েছেন কাতারে। সেই তালিকায় কে নেই, উপল, অনিন্দ্য, অনুপমের পাশাপাশি রয়েছেন জয় সরকার, মৌনি রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সিও।
কাতারে বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে গিয়েছেন মৌনি রায় (Mouni Roy)। সঙ্গী সূরজ নাম্বিয়া (Suraj Nambia)। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মৌনি।
বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে লুসেইল স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেন অনুপম রায় (Anupam Roy)। রাশিয়া বিশ্বকাপেও মেসিদের হয়েই গলা ফাটিয়েছিলেন তিনি। নিয়মিত ফুটবলের দর্শক, কাজের ফাঁকে ম্যাচ দেখতে ভোলেন না অনুপম। ফুটবলের টানেই কাতার চলে এসেছেন তিনিও।
চন্দ্রবিন্দুর (Chandrabindu) উপল (Upal) নিয়মিত ফুটবল খেলেন। কাজের ফাঁকে তাই বাঙালির প্রিয় খেলা ফুটবল নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায়ও মেতে ওঠেন তিনি। আর এবার মেসির খেলা দেখতে চলে এসেছেন কাতারে। তবে শুধু উপল নন তাঁর সঙ্গেই এসেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়ও (Anindya Chatterjee)।
কাতারে গিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেস বোলার ব্রেট লি-র (Brett Lee) সঙ্গে দেখা হয়ে যায় অনিন্দ্য ও উপলের। বন্ধুদের পাশে নিয়ে ব্রেট লি-র সঙ্গে ছবি তুলে তা পোস্ট করেন অনিন্দ্য।
বিশ্বকাপ দেখতে কাতার গিয়েছেন রচনা বন্দোপাধ্যায়ও (Rachana Baerjee)। ছেলে রৌনকের আব্দারেই কাতার বিশ্বকাপ দেখতে যাওয়া রচনার। তবে কিছু ব্যবসায়িক কাজও রয়েছে তাঁর। কাজ, বিশ্বকাপের মাঝে কাতার ঘুরে দেখছেন রচনা।
মেসির জাদু দেখতে কাতার পাড়ি দিয়েছেন সঙ্গীত পরিচলক জয় সরকারও (Joy Sarkar)। কাতারে যাওয়ার দিন সোশ্যাল মিডিয়ায় জয় লেখেন, 'মেসিতে মিশিতে আসিতেছি।' পৌঁছে ছবিও পোস্ট করেন জয়।
বিধায়ক ও সঙ্গীত শিল্পী অদিতি মুন্সিও (Aditi Munsi) চলে গিয়েছেন বিশ্বকাপ দেখতে। সঙ্গে রয়েছেন তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীও। আর্জেন্টিনার বেশ কিছু ম্যাচ স্টেডিয়ামে চুটিয়ে উপভোগ করেছে দুই জনেই। আর্জেন্টিনার পতাকা নিয়ে সেলিব্রেট করতে দেখা যায় তাদের।