scorecardresearch
 
Advertisement
খেলা

IPL Mega Auction 2022: অসুস্থ সঞ্চালক, এক ফোনে আইপিএল-এর নিলাম পরিচালনা করতে হাজির চারু শর্মা

অসুস্থ সঞ্চালক, এক ফোনে আইপিএল-এর নিলাম পরিচালনা করতে হাজির চারু শর্মা
  • 1/10

মেগা নিলামের মাঝখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন অকশনার হিউ এডমেডেস। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় নিলাম। এরপর আর নিলাম পরিচালনা করেননি হিউ। তাঁর জায়গায় সঞ্চালক হিসেবে দায়িত্ব নেন চারু শর্মা। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। 

 

অসুস্থ সঞ্চালক, এক ফোনে আইপিএল-এর নিলাম পরিচালনা করতে হাজির চারু শর্মা
  • 2/10

মেগা নিলাম শুরু হওয়ার মাত্র আড়াই ঘণ্টা পর দুর্ঘটনা ঘটে। নিলামের মাঝখানে নিলামকারী হিউ এডমিডসের স্বাস্থ্যের অবনতি ঘটে, যার কারণে তিনি মঞ্চ থেকে পড়ে যান। এই দুর্ঘটনার পর মেগা নিলাম মাঝপথে বন্ধ রাখতে হয়। যদিও Hugh Edmeades কিছু সময় পরে সুস্থ হয়ে ওঠেন। ত্বে তাঁকে আর নিলাম পরিচালনা করতে দেখা যায়নি। 

অসুস্থ সঞ্চালক, এক ফোনে আইপিএল-এর নিলাম পরিচালনা করতে হাজির চারু শর্মা
  • 3/10

চারু শর্মা শনিবার ব্যাঙ্গালোরেই ছিলেন। হিউ এডমিডসের স্বাস্থ্যের অবনতি হওয়ার পর আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ফোন করেন চারুকে। গোটা ঘটনা নিয়ে তখনও কিছুই জানতেন না চারু। ফোন করেই ব্রিজেশ বলেন, ''এখনই তোমায় আসতে হবে। এখানে তোমাকে খুব প্রয়োজন।'' এই ফোনেই নিলামে চলে আসেন চারু। 

Advertisement
অসুস্থ সঞ্চালক, এক ফোনে আইপিএল-এর নিলাম পরিচালনা করতে হাজির চারু শর্মা
  • 4/10

চারু নিলামে আসার আগে অবধিও জানতেন না ঠিক কী ঘটেছে। তিনি সঙ্গে সঙ্গে আইটিসি গার্ডেনিয়া হোটেলে চলে যান। চারু জানান, তাঁর বাড়ি এই হোটেলের কাছে, যার কারণে যানজটে আটকাতে হয়নি তাঁকে। ব্রিজেশ প্যাটেলের ফোন যখন চারু শর্মার কাছে আসে, তখন তাঁর বাড়িতে অতিথিরা এসেছেন। 

অসুস্থ সঞ্চালক, এক ফোনে আইপিএল-এর নিলাম পরিচালনা করতে হাজির চারু শর্মা
  • 5/10

হোটেলে পৌঁছানোর পর চারু শর্মাকে গোটা ঘটনার কথা জানান হয়, এরপরই তিনি নিলামের প্রস্তুতি শুরু করেন। চারু বলল, 'আমি ১৫ মিনিটের মধ্যে সব খোঁজখবর নিয়েছি,কী হয়েছে আর কী করতে হবে। তারপরেই নিলাম শুরু করি। 

অসুস্থ সঞ্চালক, এক ফোনে আইপিএল-এর নিলাম পরিচালনা করতে হাজির চারু শর্মা
  • 6/10

চারু শর্মা নব্বইয়ের দশকে এবং তার আগে ক্রিকেট ভক্তদের কাছে খুবই পরিচিত নাম। তবে তিনি কতটা ভাল ভাবে নিলাম আয়োজন করতে সক্ষম হবেন তা নিয়ে প্রশ্ন ছিল। অভিজ্ঞ চারু শর্মা মাত্র দ্রুত নিজেকে তৈরি করেন এবং সকলকে চমকে দিয়ে দারুণ ভাবে নিলাম প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে থাকেন। 

অসুস্থ সঞ্চালক, এক ফোনে আইপিএল-এর নিলাম পরিচালনা করতে হাজির চারু শর্মা
  • 7/10

চারু শর্মা বলেন, ''এটা আমার পেশা। আগেও নিলাম করেছি আমি। তবে এবার প্রচুর মানুষ আইপিএল -এর মেগা নিলাম দেখছেন। তবে পেশাদার হিসেবে এটা কোনও ব্যাপার নয়, দুই জন দেখুক বা দুই লক্ষ ব্যাপারটা একই।'' 

Advertisement
অসুস্থ সঞ্চালক, এক ফোনে আইপিএল-এর নিলাম পরিচালনা করতে হাজির চারু শর্মা
  • 8/10

চারু বলেন,''খেলাই আমার জীবনে সবকিছু। তাই আজ আরও একবার আইপিএল-এর নিলামের জন্য কাজ করতে পেরে দারুণ খুশি।''

অসুস্থ সঞ্চালক, এক ফোনে আইপিএল-এর নিলাম পরিচালনা করতে হাজির চারু শর্মা
  • 9/10

আইপিএল-এর প্রথম সংস্করনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সিইও ছিলেন চারু। 

অসুস্থ সঞ্চালক, এক ফোনে আইপিএল-এর নিলাম পরিচালনা করতে হাজির চারু শর্মা
  • 10/10

এপ্রিল মাসে শুরু হতে চলেছে আইপিএল। 

Advertisement