ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) -১৪-র দ্বিতীয় পর্ব শুরুর তারিখ ঘনিয়ে আসছে। আগামী মাস থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট শুরু হবে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অনেক খেলোয়াড়, যারা প্রথম পর্বে ভালো পারফর্ম করেছে, তারা চেন্নাই পৌঁছেছে নিজেদের অনুশীলন সারতে। আর সেখান থেকে এবার শুক্রবার দুবাই চলে গেল চেন্নাই দল।
সব ছবির সৌজন্য- সিএসকে টুইটার
চেন্নাই সুপার কিংস ১৩ আগস্ট চেন্নাই থেকে দুবাই উড়ে গেল শুক্রবার। কারণ সেখানে বেশ কিছুদিন আগে গিয়েই নিজেদের অনুশীলন আরও ভালো করে করতে চাইছে চেন্নাই। তাদের এই পরিকল্পনা ধাক্কা খেতে পারত বলে মাঝে খবর হলেও, এবার দুবাইয়ে প্রায় এক মাস আগেই পৌঁছে গেল সিএসকে।
Andha arabic kadal P-orom 😍
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) July 25, 2021
The dates are here, bring on the Whistles!#IPL2021 #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/JTp0NvXNbD
সিএসকে সংযুক্ত আরব আমিরাশাহীতে সরকারের কাছ থেকে অবতরণের অনুমতি পেয়ে যায়। আর সেই অনুযায়ী পৌঁছে যান তাঁরা। ধোনি, রায়না, দীপক চাহার সহ উড়ে গেলেন রবিন উথাপ্পারা।
কাশী বিশ্বনাথন সিএসকের সিইও বলেছিলেন, CSK-র খেলোয়াড়রা চেন্নাই পৌঁছেছে। আমাদের খেলোয়াড়রা এখানে কোয়ারেন্টাইনে আছেন। তিনি বলেছেন যে দলটি আত্মবিশ্বাসী যে তারা বুধবার সংযুক্ত আরব আমিরশাহীতে অবতরণের অনুমতি পাবে এবং নির্ধারিত সময় অনুসারে ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে যাবে।
Touchdown
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 13, 2021
📍Whistles Kingdom, UAE#UrsAnbudenEverywhere #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/z2pkKWtCws
তিনি বলেছিলেন যে যদি এটি না হয় তবে এই পরিকল্পনাটি কয়েক দিনের জন্য স্থগিত করা হবে। টুর্নামেন্টের কথা বললে, বিসিসিআই ১৯ সেপ্টেম্বর থেকে এটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
বিসিসিআই সূচি অনুযায়ী, আইপিএলের বাকি মরশুম শুরু হবে ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে। এর পর ম্যাচটি আবুধাবিতে স্থানান্তরিত হবে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
MAS ➡️ DXB 💛
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 13, 2021
Get 🥳 ready folks! #UrsAnbudenEverywhere#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/HmI569morL
তবে সব দলের মধ্যে এবার চেন্নাই ফ্রাঞ্চাইজিই সবার আগে দুবাই পৌঁছে গেল। চেন্নাইয়ের ক্রিকেটাররা কোয়ারান্টাইনে থাকার পরই নিজেদের অনুশীলন শুরু করবে সেখানে। আর সেখানেই শুরু হবে আইপিএলের প্রস্তুতিও। রায়না, ধোনিরা বেশ কিছুদিন খেলার বাইরে, ফলে নিজেদের ভালো মতো তৈরি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সুপার কিংস ফ্রাঞ্চাইজি।