আজকের দিনেই বিশ্বকাপ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ শতরান করেছিলেন সৌরভ।
ইনস্টাগ্রামে সেই দিনের কথাই ফের নিজের ফ্যানদের মনে করালেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) পক্ষ থেকে এই পোস্টে কমেন্টও করা হয়েছে।
রাহুল দ্রাবিড়ের (Rahul Dreavid) সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে তুলেছিলেন সৌরভ। ১২৯ বলে ১৪৫ রান করেন দ্রাবিড়ও।
টনটনে অনুষ্ঠিত সেই ম্যাচে শুরুতে ব্যাট করে শ্রীলঙ্কার সামনে ৩৭৩ রানের বিরাট লক্ষ্য রাখে ভারতীয় দল।
জবাবে ব্যাট করতে নেমে ২১৬ রানেই সমস্ত উইকেট হারিয়ে ফেলে অর্জুন রনতুঙ্গার শ্রীলঙ্কা। ৪২ রান করে তিনি আউট হতেই সব আশা শেষ হয়ে যায় শ্রীলঙ্কার।
অরবিন্দ ডি সিলভা ৭৪ বলে ৫৬ রান করলেও দলের হার আটকাতে পারেননি। সাতটা চার মারলেও একটাও ছক্কা মারতে পারেননি তিনি।