সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার শেরফেন রুদারফোর্ড পাকিস্তান সুপার লিগে (PSL) করাচি কিংস দলের হয়ে খেলতে নেমেছিলেন। এই ম্যাচে তিনি IPL ফ্র্যাঞ্চাইজ়ি মুম্বই ইন্ডিয়ান্সের গ্লাভস হাতে ব্যাট করতে নামেন।
সদ্য সমাপ্ত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি রুদারফোর্ড। কিন্তু এই খেতাবজয়ী দলের সদস্য তিনি ছিলেন। গত ১০ নভেম্বর শেষ হয়ে যায় আইপিএল টুর্নামেন্ট। এরপরই তিনি পাকিস্তান সুপার লিগের প্লে-অফ ম্যাচ খেলতে নামেন।
এর আগে অবশ্য করাচি বিমানবন্দরেও মুম্বই ইন্ডিয়ান্স দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল রুদারফোর্ডকে। করাচি কিংস দলের পক্ষ থেকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরিহিত রুদারফোর্ডের ছবি টুইটারে পোস্ট করা হয়।
গত শনিবার মুলতান সুলতানের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলতে নেমেছিল করাচি কিংস। সেই ম্যাচে করাচি কিংসের চূড়ান্ত একাদশে ঠাই হয়েছিল রুদারফোর্ডের। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হয়। তবে ম্যাচটি সুপার ওভার পর্যন্ত গড়িয়েছিল। এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের গ্লাভস হাতে রুদারফোর্ডকে ব্যাট করতে দেখা যায়।
রুদারফোর্ডের এই ভিডিও নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরেই গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকেরা করাচি কিংস দলকে নিয়ে ট্রোল করতে শুরু করে।