বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাব আল নাসেরে (Al Naser) যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন তিনি। ১৭৩ মিলিয়ন ইউরোতে সৌদির ক্লাবে যোগ দিলেন তিনি।
আল নাসেরে দারুণ অভ্যর্থনা পেলেন পর্তুগালের তারকা ফুটবলার। সমর্থকদের সঙ্গে পরিচিত হন রোনাল্ডো। উষ্ণ অভ্যর্থনা পান তিনি। ফুলের তোড়া দেওয়া হয় রোনাল্ডোকে।
,,
— ROYCE 👑 (@Royce____VJ) January 4, 2023
𝐏𝐨𝐰𝐞𝐫𝐟𝐮𝐥 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞
𝐌𝐚𝐤𝐞 𝐏𝐥𝐚𝐜𝐞𝐬 𝐏𝐨𝐰𝐞𝐫𝐟𝐮𝐥 💯👑🔥
பிரம்மாண்ட வரவேற்பு 👌❤#CR7𓃵 #HalaRonaldo#Saudi #AlNassr #GOAT𓃵7#Ronaldo𓃵 pic.twitter.com/FdDAuy2z34
মাঠে নিয়ে গিয়ে সমর্থকদের সঙ্গে দেখা করেন রোনাল্ডো। জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি। হলুদ জার্সি ও নীল প্যান্টে দারুণ লাগছিল সিআর সেভেনকে। খুশি দেখাচ্ছিল পর্তুগিজ তারকাকেও।
রোনাল্ডোর সঙ্গে ছিলেন তাঁর গার্লফ্রেন্ড জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez)। ছিলেন তাঁর সন্তানরাও। সপরিবারে রিয়াধে গিয়েছেন রোনাল্ডো।
এই মাস থেকেই খেলতে নেমে পড়বেন রোনাল্ডো। মনে করা হচ্ছে, এই মাসে লিওনেল মেসির সঙ্গেও ম্যাচ খেলতে দেখা যেতে পারে তাঁকে। পর্তুগালের হয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন রোনাল্ডো।
মরশুমের মাঝেই ১৯ জানুয়ারি একটি প্রীতি ম্যাচ খেলতে সৌদি আরবে আসার কথা রয়েছে মেসির পিএসজি-র। সেই সময়, আল হিলাল ও আল নাসেরের মিলিত সঙ্গে ম্যাচ খেলবেন নেইমার-মেসিরা। সৌদি আরবের দুই ক্লাবের সম্মিলিত দলে থাকার সম্ভাবনা প্রবল রোনাল্ডোর। তাই ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে।
সৌদি আরবের ক্লাবে সই করার পরেই সিআর সেভেন জানিয়ে দেন, নতুন সতীর্থদের সঙ্গে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন তিনি। তবে সময়টা ভাল যাচ্ছে না সি আর সেভেনের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে যাওয়ায় মরশুমের মাঝেই ক্লাব ছড়তে হয়েছে রোনাল্ডোকে। ক্লাবের পর জাতীয় দলেও বিতর্ক তৈরি হয়।