২০০৮ সালে যখন প্রথমবার আইপিএল আয়োজিত হয়, তখন রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। তাঁর অধিনায়কত্বেই সেই বছর খেতাব জয় করেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু, গত ম্যাচে দিল্লির কাছে পরাস্ত হয়ে এবছর আপাতত তারা সপ্তম স্থানে রয়েছে।
গত ম্যাচে দুরন্ত বোলিং করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি চার ওভারে ২২ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। জস বাটলার এবং মহিপাল লোমরোরের উইকেট দুটি তিনি শিকার করেছেন
গতকাল দিল্লির বোলিং ব্রিগেডের সামনে স্টিভ স্মিথ কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন। তিনি ১৭ বলে ২৪ রান করেন। তাঁর এই ইনিংসে দুটো বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি ছিল।
স্মিথ খানিক চেষ্টা করলেও, অন্যদিকে কোনও ব্যাটসম্যানই প্রায় হাল ধরতে পারেননি। ফলস্বরূপ দিল্লির কাছে ৪৯ রানে হারতে হয় রাজস্থান রয়্যালসকে।
আগামী রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। ওই একইদিনে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস। দু’দলের লক্ষ্যমাত্রাই আপাতত বেশ স্পষ্ট। পরপর তিনটে ম্যাচ জেতার পর দিল্লি চাইবে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে, আর উলটো দিকে রাজস্থান চাইবে এই পরাজয়ের লজ্জা থেকে মুক্ত হতে। এখন কী হয় সেটাই দেখার।