scorecardresearch
 
Advertisement
খেলা

Emami East Bengal Team: সৌভিক-সুহেরদের দলে নিল ইমামি ইস্টবেঙ্গল, টিমে আর কারা? PHOTOS

১৩ জন স্বদেশী ফুটবলারের নাম ঘোষণা করে দিল ইমামি ইস্টবেঙ্গল। মঙ্গলবার চুক্তি সইয়ের পরে বুধবার ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হয়।
  • 1/13

১৩ জন স্বদেশী ফুটবলারের নাম ঘোষণা করে দিল ইমামি ইস্টবেঙ্গল। মঙ্গলবার চুক্তি সইয়ের পরে বুধবার ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হয়।

ভিপি সুহের: নর্থ ইস্ট ইউনাইটেড থেকে সই করেছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড ভিপি সুহের। কেরলর এই ফুটবলার সম্প্রতি ভারতীয় দলে সুযোগ পেয়েছেন।

শৌভিক চক্রবর্তী: ৩০ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার গত মরশুমে হায়দরাবাদ এফসি-র হয়ে খেলেছেন। দলে চ্যাম্পিয়নও করেছেন। অভিজ্ঞ এই মিডিও ১০৪টি ম্যাচ খেলেছেন আইএসএল-এ। 
  • 2/13

শৌভিক চক্রবর্তী: ৩০ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার গত মরশুমে হায়দরাবাদ এফসি-র হয়ে খেলেছেন। দলে চ্যাম্পিয়নও করেছেন। অভিজ্ঞ এই মিডিও ১০৪টি ম্যাচ খেলেছেন আইএসএল-এ। 

নাওরেম মহেশ সিং: ২৩ বছর বয়সী উইঙ্গার কেরল থেকে ইমামি ইস্টবেঙ্গলে সই করেছেন। এসসি ইস্টবেঙ্গলের হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন তিনি।
  • 3/13

নাওরেম মহেশ সিং: ২৩ বছর বয়সী উইঙ্গার কেরল থেকে ইমামি ইস্টবেঙ্গলে সই করেছেন। এসসি ইস্টবেঙ্গলের হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন তিনি।

Advertisement
আঙ্গুসানা লুয়াং: ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে নতুন করে সই করাল ইমামি ইস্টবেঙ্গল। মিডফিল্ডের বিভিন্ন পজিশনে খেলার দক্ষতা রয়েছে তাঁর। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত এসসি ইস্টবেঙ্গলে খেলেছেন তিনি। আইএসএল-এ 28টি ম্যাচ খেলেছেন আঙ্গুসানা।
  • 4/13

আঙ্গুসানা লুয়াং: ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে নতুন করে সই করাল ইমামি ইস্টবেঙ্গল। মিডফিল্ডের বিভিন্ন পজিশনে খেলার দক্ষতা রয়েছে তাঁর। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত এসসি ইস্টবেঙ্গলে খেলেছেন তিনি। আইএসএল-এ 28টি ম্যাচ খেলেছেন আঙ্গুসানা।

অনিকেত যাদব: হায়দরাবাদ এফসি থেকে ইমামি ইস্টবেঙ্গলে এলেন অনিকেত যাদব। তিনি ২০১৭ সালে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের দলে ছিলেন স্কোয়াড এবং এখনও অবধি ৪৭টি আইএসএল ম্যাচ খেলেছেন।
  • 5/13

অনিকেত যাদব: হায়দরাবাদ এফসি থেকে ইমামি ইস্টবেঙ্গলে এলেন অনিকেত যাদব। তিনি ২০১৭ সালে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের দলে ছিলেন
স্কোয়াড এবং এখনও অবধি ৪৭টি আইএসএল ম্যাচ খেলেছেন।

অমরজিৎ সিং খিয়াম: ২১ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার এফসি গোয়া থেকে লোনে ইমামি ইস্টবেঙ্গলে সই করেছেন। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এই মিডফিল্ডার ভারতের অধিনায়ক ছিলেন এবং ৩৩টি আইএসএল ম্যাচে খেলেছেন। 
  • 6/13

অমরজিৎ সিং খিয়াম: ২১ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার এফসি গোয়া থেকে লোনে ইমামি ইস্টবেঙ্গলে সই করেছেন। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এই মিডফিল্ডার ভারতের অধিনায়ক ছিলেন এবং ৩৩টি আইএসএল ম্যাচে খেলেছেন। 

মোবাশির রহমান: ২৪ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার ২০২১-২২ মরশুমে জামশেদপুরের হয়ে আইএসএল লিগ শিল্ড জিতেছেন। টাটা ফুটবল একাডেমির স্নাতক আইএসএলে ৫৩টি ম্যাচ খেলেছেন।
  • 7/13

মোবাশির রহমান: ২৪ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার ২০২১-২২ মরশুমে জামশেদপুরের হয়ে আইএসএল লিগ শিল্ড জিতেছেন। টাটা ফুটবল একাডেমির স্নাতক আইএসএলে ৫৩টি ম্যাচ খেলেছেন।

Advertisement
প্রীতম সিং: ২৬ বছর বয়সী লেফট ব্যাক ২০২১-২২ মরশুমে হায়দরাবাদের হয়ে খেলেছেন। ট্রফিও জিতেছেন। তাঁকেই এবার ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যাবে।
  • 8/13

প্রীতম সিং: ২৬ বছর বয়সী লেফট ব্যাক ২০২১-২২ মরশুমে হায়দরাবাদের হয়ে খেলেছেন। ট্রফিও জিতেছেন। তাঁকেই এবার ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যাবে।

জেরি লালরিনজুয়ালা: ২৪ বছর বয়সী লেফট ব্যাক চেন্নাইয়িন এফসিতে খেলেছেন। মিজোরামের এই ডিফেন্ডার আইএসএল-এ ৯৪টি ম্যাচ খেলেছেন। জিতেছেন ট্রফিও। ২০১৭-১৮ সালে এবং ২০১৬ সালে আইএসএল ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন জেরি ।
  • 9/13

জেরি লালরিনজুয়ালা: ২৪ বছর বয়সী লেফট ব্যাক চেন্নাইয়িন এফসিতে খেলেছেন। মিজোরামের এই ডিফেন্ডার আইএসএল-এ ৯৪টি ম্যাচ খেলেছেন। জিতেছেন ট্রফিও। ২০১৭-১৮ সালে এবং ২০১৬ সালে আইএসএল ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন জেরি ।

সার্থক গোলুই: ২৪ বছর বয়সী এই ফুটবলার খেলেছেন এসসি ইস্টবেঙ্গলে। বেঙ্গালুরু এফসিতেও খেলেছেন তিনি। এই ডিফেন্ডার ৪ বার সিনিয়র আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন আইএসএলে ৫২টি ম্যচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
  • 10/13

সার্থক গোলুই: ২৪ বছর বয়সী এই ফুটবলার খেলেছেন এসসি ইস্টবেঙ্গলে। বেঙ্গালুরু এফসিতেও খেলেছেন তিনি। এই ডিফেন্ডার ৪ বার সিনিয়র আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন আইএসএলে ৫২টি ম্যচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

অঙ্কিত মুখার্জী: ২৬ বছর বয়সী রাইট ব্যাক এসসি ইস্টেবেঙ্গলে ছিলেন। তাঁর চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছে। কলকাতার এই ডিফেন্ডার ISL-এ ২৮টি ম্যাচ খেলেছেন। ISL জিতেছেন ২০১৯-২০ মরশুমে।
  • 11/13

অঙ্কিত মুখার্জী: ২৬ বছর বয়সী রাইট ব্যাক এসসি ইস্টেবেঙ্গলে ছিলেন। তাঁর চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছে। কলকাতার এই ডিফেন্ডার ISL-এ ২৮টি ম্যাচ খেলেছেন। ISL জিতেছেন ২০১৯-২০ মরশুমে।
 

Advertisement
মহম্মদ রাকিপ: ২২ বছর বয়সী রাইট ব্যাক দুই বছর মুম্বই সিটি এফসি দলে ছিলেন। ভারতের ২০১৭ অনুর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ স্কোয়াডের সদস্যও ছিলেন। এই ডিফেন্ডার আইএসএলে ৩৯টি ম্যাচ খেলেছেন। মুম্বইয়ের হয়ে আইএসএল লিগ শিল্ড ও ট্রফি জিতেছেন তিনি। 
  • 12/13

মহম্মদ রাকিপ: ২২ বছর বয়সী রাইট ব্যাক দুই বছর মুম্বই সিটি এফসি দলে ছিলেন। ভারতের ২০১৭ অনুর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ স্কোয়াডের সদস্যও ছিলেন। এই ডিফেন্ডার আইএসএলে ৩৯টি ম্যাচ খেলেছেন। মুম্বইয়ের হয়ে আইএসএল লিগ শিল্ড ও ট্রফি জিতেছেন তিনি। 

পবন কুমার: ৩১ বছর বয়সী গোলরক্ষক জামশেদপুরের দলে ছিলেন। চেন্নাইয়িন এফসি-এর হয়ে দুইবার আইএসএল বিজয়ী এবং গত মরশুমে জামশেদপুর এফসির হয়ে লিগ শিল্ড জিতেছেন পবন।
  • 13/13

পবন কুমার: ৩১ বছর বয়সী গোলরক্ষক জামশেদপুরের দলে ছিলেন। চেন্নাইয়িন এফসি-এর হয়ে দুইবার আইএসএল বিজয়ী এবং গত মরশুমে জামশেদপুর এফসির হয়ে লিগ শিল্ড জিতেছেন পবন।

Advertisement