১৩ জন স্বদেশী ফুটবলারের নাম ঘোষণা করে দিল ইমামি ইস্টবেঙ্গল। মঙ্গলবার চুক্তি সইয়ের পরে বুধবার ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হয়।
ভিপি সুহের: নর্থ ইস্ট ইউনাইটেড থেকে সই করেছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড ভিপি সুহের। কেরলর এই ফুটবলার সম্প্রতি ভারতীয় দলে সুযোগ পেয়েছেন।
শৌভিক চক্রবর্তী: ৩০ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার গত মরশুমে হায়দরাবাদ এফসি-র হয়ে খেলেছেন। দলে চ্যাম্পিয়নও করেছেন। অভিজ্ঞ এই মিডিও ১০৪টি ম্যাচ খেলেছেন আইএসএল-এ।
নাওরেম মহেশ সিং: ২৩ বছর বয়সী উইঙ্গার কেরল থেকে ইমামি ইস্টবেঙ্গলে সই করেছেন। এসসি ইস্টবেঙ্গলের হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন তিনি।
আঙ্গুসানা লুয়াং: ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে নতুন করে সই করাল ইমামি ইস্টবেঙ্গল। মিডফিল্ডের বিভিন্ন পজিশনে খেলার দক্ষতা রয়েছে তাঁর। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত এসসি ইস্টবেঙ্গলে খেলেছেন তিনি। আইএসএল-এ 28টি ম্যাচ খেলেছেন আঙ্গুসানা।
অনিকেত যাদব: হায়দরাবাদ এফসি থেকে ইমামি ইস্টবেঙ্গলে এলেন অনিকেত যাদব। তিনি ২০১৭ সালে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের দলে ছিলেন
স্কোয়াড এবং এখনও অবধি ৪৭টি আইএসএল ম্যাচ খেলেছেন।
অমরজিৎ সিং খিয়াম: ২১ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার এফসি গোয়া থেকে লোনে ইমামি ইস্টবেঙ্গলে সই করেছেন। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এই মিডফিল্ডার ভারতের অধিনায়ক ছিলেন এবং ৩৩টি আইএসএল ম্যাচে খেলেছেন।
মোবাশির রহমান: ২৪ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার ২০২১-২২ মরশুমে জামশেদপুরের হয়ে আইএসএল লিগ শিল্ড জিতেছেন। টাটা ফুটবল একাডেমির স্নাতক আইএসএলে ৫৩টি ম্যাচ খেলেছেন।
প্রীতম সিং: ২৬ বছর বয়সী লেফট ব্যাক ২০২১-২২ মরশুমে হায়দরাবাদের হয়ে খেলেছেন। ট্রফিও জিতেছেন। তাঁকেই এবার ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যাবে।
জেরি লালরিনজুয়ালা: ২৪ বছর বয়সী লেফট ব্যাক চেন্নাইয়িন এফসিতে খেলেছেন। মিজোরামের এই ডিফেন্ডার আইএসএল-এ ৯৪টি ম্যাচ খেলেছেন। জিতেছেন ট্রফিও। ২০১৭-১৮ সালে এবং ২০১৬ সালে আইএসএল ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন জেরি ।
সার্থক গোলুই: ২৪ বছর বয়সী এই ফুটবলার খেলেছেন এসসি ইস্টবেঙ্গলে। বেঙ্গালুরু এফসিতেও খেলেছেন তিনি। এই ডিফেন্ডার ৪ বার সিনিয়র আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন আইএসএলে ৫২টি ম্যচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
অঙ্কিত মুখার্জী: ২৬ বছর বয়সী রাইট ব্যাক এসসি ইস্টেবেঙ্গলে ছিলেন। তাঁর চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছে। কলকাতার এই ডিফেন্ডার ISL-এ ২৮টি ম্যাচ খেলেছেন। ISL জিতেছেন ২০১৯-২০ মরশুমে।
মহম্মদ রাকিপ: ২২ বছর বয়সী রাইট ব্যাক দুই বছর মুম্বই সিটি এফসি দলে ছিলেন। ভারতের ২০১৭ অনুর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ স্কোয়াডের সদস্যও ছিলেন। এই ডিফেন্ডার আইএসএলে ৩৯টি ম্যাচ খেলেছেন। মুম্বইয়ের হয়ে আইএসএল লিগ শিল্ড ও ট্রফি জিতেছেন তিনি।