FIFA World Cup 2022 Argentina Fever In Siliguri: বিশ্বকাপের মেগা ফাইনালের আগে শিলিগুড়ি-দার্জিলিং আর্জেন্টিনাময়। বিশেষ করে শিলিগুড়ি। ফ্রান্স সমর্থক নেই তা নয়, তবে ল্য়াটিন আমেরিকার দলটির তুলনায় খুঁজেই পাওয়া যাবে না।
উন্মাদনা প্রথম থেকেই ছিল, তবে ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা সমর্থকরা এখন দখল নিয়েছে শিলিগুড়ি শহরের। তৈরি হয়ে গিয়েছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব।
বাঘাযতীন পার্ক থেকে শুরু করে হিলকার্ট রোড, সহ শহরের বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে নীল সাদা পতাকা, ফেস্টুন, ব্যানার, কাট আউট।
এমনিতেই মেসির বন্দনায় মেতে রয়েছে গোটা পৃথিবী। শিলিগুড়ির আর্জেন্টিনা লাভাররাও তার ব্যতিক্রম নয়। তাই শহর জুড়ে মেসির ছবি। সঙ্গে রয়েছে কিংবদন্তী প্রয়াত দিয়েগো মারাদোনাও।
এদিকে ফুটবলের উন্মাদনায় শামিল হয়েছে মিঠাইওয়ালারাও। এনজেপির সান্ত্বনা সুইটস বানিয়েছে আর্জেন্টিনা মিস্টি। যার খবর ছড়িয়ে পড়তেই গোটা শহর আছড়ে পড়েছে তাঁর দোকানে।
দোকানের কর্ণধার রাজীব ঘোষ জানিয়েছেন আর্জেন্টিনা সমর্থকদের কথা মাথায় রেখে এই মিষ্টি তৈরি হয়েছে। আপাতত শুধু ফাইনালের জন্য বানানো হয়েছে। তবে আলবিসেলেস্তেরা চ্যাম্পিয়ন হলে আরও বানানো হবে।
অন্যদিকে দার্জিলিংয়ে বিশ্বকাপের শুরু থেকেই শহরের বিভিন্ন এলাকা সাজানো হয়েছিল বিভিন্ন দেশের পতাকা দিয়ে। যদিও টুর্নামেন্টের বয়স যত বেড়েছে সঙ্গে সঙ্গে উধাও হয়েছে বাকি দেশের পতাকা। এখন শুধু আর্জেন্টিনা আর ফ্রান্স।
রবিবার সমাপনী অনুষ্ঠান (ফাইনাল)। যার জন্য সকাল থেকে ম্যালে উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। যেখানে বিখ্যাত নেপালি ব্যান্ডের মাধ্যমে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টা থেকে শুরু হয়ে যাবে ফাইনাল উদযাপন ।
উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আর্জেন্টিনাকে সমর্থন করে যজ্ঞ, কেক বানানোর খবর আসছে। যদি আর্জেন্টিনা জিতে যায়, তাহলে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি কিংবা পাহাড় রাস্তায় নামবে প্রতিশ্রুতি দিচ্ছেন সমর্থকরা।
কলকাতাতেও একইভাবে উন্মাদনা ছড়িয়েছে। বিভিন্ন, ক্লাব, সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থার তরফে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃদ্ধাশ্রমে বৃদ্ধাদের মধ্যেও লেগেছে ফুটবলের ঝাঁঝ। আর্জেন্টিনার পতাকা নিয়ে সমর্থন করতে দেখা গিয়েছে বয়স্কাদের। কাটা হয়েছে ফুটবল থিমের কেক।