scorecardresearch
 
Advertisement
খেলা

FIFA World Cup 2022 Prize Money: টাকার ছড়াছড়ি, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হোক বা রানার্স; কোটি কোটি পাবে দলগুলো

বিশ্বকাপ জিতলে কত টাকা
  • 1/8

FIFA World Cup 2022 Prize Money: রবিবার ১৮ ডিসেম্বর হতে চলেছে এবারের কাতার ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022 Qatar ) ফাইনাল। কার হাতে ট্রফি উঠবে, জানা যাবে ১৮ নভেম্বর। তবে যে দেশই জিতুক না কেন, তাদের পকেটে ঢুকতে চলেছে বিরাট টাকার পুরস্কারমূল্য।

বিশ্বকাপ জিতলে কত টাকা
  • 2/8

এ বারের বিশ্বকাপের পুরস্কারমূল্য আগের থেকে বেশ অনেকটাই বাড়িয়েছে ফিফা। ফলে প্রতিটি পর্যায়ে আগের থেকে বেশি অর্থ পাওয়া যাবে। এ বারের বিশ্বকাপে সব মিলিয়ে ৪৪ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৩৫৭৩ কোটি টাকা) পুরস্কারমূল্য দেবে ফিফা। গত বারের থেকে ৪ কোটি ডলার বেশি।

বিশ্বকাপ জিতলে কত টাকা
  • 3/8

২০১৪ বিশ্বকাপে ৩৫ কোটি ৮০ লক্ষ ডলার পুরস্কারমূল্য ছিল। ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাবে। যত বেশি এগিয়ে যাওয়া যাবে, ততই পুরস্কারের অর্থ বাড়বে।

Advertisement
বিশ্বকাপ জিতলে কত টাকা
  • 4/8

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই যে দেশগুলি বিদায় নেবে, তারা প্রত্যেকে ৯০ লক্ষ ডলার বা ৭৪ কোটি টাকা করে পাবে। প্রি-কোয়ার্টারে উঠলেই পাওয়া যাবে ১ কোটি ৩০ লক্ষ ডলার বা ১০৬ কোটি টাকা।

বিশ্বকাপ জিতলে কত টাকা
  • 5/8

কোয়ার্টার ফাইনালে উঠলে ১ কোটি ৭০ লক্ষ ডলার বা ১৩৮ কোটি টাকা পাওয়া যাবে। চতুর্থ স্থানাধিকারী দল পাবে আড়াই কোটি ডলার বা ২০৪ কোটি টাকা।

বিশ্বকাপ জিতলে কত টাকা
  • 6/8

তৃতীয় স্থানাধিকারী দল পাবে ২ কোটি ৭০ লক্ষ ডলার বা ২২০ কোটি টাকা। ফাইনালে পরাজিত দলের ঘরে ঢুকবে ৩ কোটি ডলার বা ২৪৫ কোটি টাকা। আগেরবারের রানার্স আপ ক্রোয়েশিয়ার ঘরে ঢোকে ২ কোটি ৮০ লক্ষ ডলার। ২০০৬ বিশ্বকাপের আগে ট্রফিজয়ী দল কখনোই ১ কোটি ডলারের বেশি পায়নি।

বিশ্বকাপ জিতলে কত টাকা
  • 7/8

প্রায় প্রতি বছরই ফিফা পুরস্কারমূল্য বাড়াচ্ছে। ১৯৮২ সালে যেখানে ফিফার মোট পুরস্কারমূল্য ছিল ২.২ মিলিয়ন ডলার বা ১৭.৯৭ কোটি টাকা, তাই ৩০ বছরে বেড়ে গিয়েছে কয়েকশো গুণ।

 

Advertisement
বিশ্বকাপ জিতলে কত টাকা
  • 8/8

ফাইনালে যারা ট্রফি জিতবে তারা ৪ কোটি ২০ লক্ষ ডলার বা ৩৪৪ কোটি টাকা পাবে। অর্থাৎ দ্বিতীয় স্থানাধিকারীর থেকে প্রায় ১০০ কোটি টাকা বেশি! ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলার।

Advertisement