scorecardresearch
 
Advertisement
খেলা

ফ্ল্যাশব্যাক ২০২০ : চলতি বছরের এই পাঁচটি ঘটনা আপনি চিরকাল মনে রাখবেন

সেরা পাঁচ খেলার মুহূর্ত
  • 1/5

জোকোভিচের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জয়

চলতি বছরের জানুয়ারি মাসে অষ্টমবার অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ। ইতিপূর্বে তিনি এই খেতাব ২০১৯, ২০১৬, ২০১৫, ২০১৩. ২০১১ এবং ২০০৮ সালে জয় করেন। টেনিস ইতিহাসে জোকোভিচই প্রথম খেলোয়াড় যিনি আটবার অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন। এবছর ফাইনালে তিনি টেনিস তারকা ডোমিনিক থিয়েমকে পরাস্ত করেন। এই নিয়ে পরপর তৃতীয়বার গ্র্যান্ড স্লাম থেকে ছিটকে গেলেন থিয়েম। অন্যদিকে জোকোভিচের দখলে ইতিমধ্যেই ১৬টি গ্র্যান্ড স্লাম খেতাব রয়েছে।

সেরা পাঁচ খেলার মুহূর্ত
  • 2/5

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটে বলে অসাধারণ পারফরম্যান্স বেন স্টোকসের

এবছর বেন স্টোকসের অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী থাকল কেপটাউন শহর। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন বেন স্টোকস। ম্যাচের অন্তিম দিনে ইংল্যান্ডের তাড়াতাড়ি কিছু উইকেটের দরকার ছিল। প্রথম ইনিংসে বেন স্টোকস উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে তাঁর নায়কোচিত বোলিংয়ের দৌলতে তিনটি উইকেট শিকার করে নেন। শুধুমাত্র বল হাতেই নয়, ব্যাট হাতেও স্টোকস ৪৭ বলে ৭২ রান করেন। তাঁর এই ইনিংসে সাতটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি ছিল। ২০২০-র শুরুটা এমনই ধামাকাদার করেছিলেন বেন স্টোকস। ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিং ধোনি যে দায়িত্বটা পালন করতেন, ইংল্যান্ড দলেও স্টোকস প্রায় তেমনই দায়িত্ব পালন করেন।

সেরা পাঁচ খেলার মুহূর্ত
  • 3/5

৩০ বছরে 'প্রথম' জয় লিভারপুলের!

এবছর লিভারপুলের মুকুটে যুক্ত হয়েছে আরও একটি সাফল্যের পালক। এই প্রথমবার তারা ব্রিটেন প্রিমিয়ার লিগ জয় করেছে। যদিও লিভারপুলের ঝুলিতে বহু ট্রফিই রয়েছে, তবে বিগত ৩০ বছরে এই প্রথমবার তারা প্রিমিয়ার লিগ মরশুম জয় করল। আর সেই জয়ের সাক্ষী থাকল সাল ২০২০। চেলসির কাছে হেরে যায় ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ৪-০ গোলে সহজ জয় পায় লিভারপুল। আর তারপরেই খেতাব জয়ের পথে আর কোনও বাধা থাকে না।

Advertisement
সেরা পাঁচ খেলার মুহূর্ত
  • 4/5

বেয়ার্ন মিউনিখের বুন্দেশলিগা জয়

করোনা ভাইরাসের কারণে যখন বেশিরভাগ ফুটবল লিগই বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেইসময় বুন্দেশলিগা যথেষ্ট জনপ্রিয়ভাবেই এগিয়ে যাচ্ছিল। জার্মানির এই ফুটবল লিগ খেলা চালিয়ে যাওয়ার কারণে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই লিগের শুরুটা একেবারেই ভালো করেনি বেয়ার্ন মিউনিখ। কিন্তু, লিগ যত সামনের দিকে এগিয়েছে, ততই বেয়ার্নের খেলা আরও শক্তিশালী হয়ে উঠেছে। এরপর শেষের দিকে টানা ৯টি ম্যাচে জয়লাভ করে এই লিগ নিজেদের পকেটে পুরে নেয় বেয়ার্ন।

সেরা পাঁচ খেলার মুহূর্ত
  • 5/5

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির অবসর

এবছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৫ অগাস্ট সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মাহির নেতৃত্বেই ভারত দু'বার ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে। ২০০১ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। তবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারত পরাস্ত হওয়ার পর তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে আর সেভাবে দেখতে পাওয়া যায়নি। এবছর আইপিএল টুর্নামেন্টে ধোনিকে খেলতে দেখা গেলেও তাঁর দল পয়েন্ট টেবিলে সবার নিচে থাকে। সেইসঙ্গে টুর্নামেন্ট থেকেও সবার আগে বিদায় নেয়।  

Advertisement