সোশ্যাল মিডিয়ায় হাসবুলার (Hasbulla) প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। ভারতেও তাঁর ভক্তের সংখ্যা কম নয়। ট্যুইটার এবং ইনস্টাগ্রামে কোটির বেশি ফলোয়ার রয়েছে তাঁর। তাঁকে নিয়ে তৈরি হওয়া মিমগুলিও বেশ ভাইরাল।
এখন আমেরিকায় রয়েছেন হাসবুল্লা। সেখানে তিনি একটি বিশেষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। যা বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলেট কনর ম্যাকগ্রেগরকে চ্যালেঞ্জ জানিয়েছেন ইন্টারনেটে ঝড় তোলা হাসবুলা।
তবে কবে এই লড়াই হবে তা এখনও ঠিক হয়নি। এ নিয়েও নানা ধরনের দাবি সামনে এসেছে। কনর ম্যাকগ্রেগরকে চ্যালেঞ্জ করে হাসবুল্লা বলেন, এই লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। কনরের জেতা সহজ হবে না বলেই জানিয়েছেন হাসবুল্লা।
২০ বছর বয়সী হাসবুল্লা বিবৃতি দিয়ে বলেন, 'আমি ম্যাকগ্রেগরের অনেক বক্তব্য শুনেছি। সে শুধুই বড় বড় কথা বলে। আমার সঙ্গে যুদ্ধ করতে এলে তাঁকে সমস্যায় পড়তে হবে।''
হাসবোল্লা তাঁর বিবৃতিতে জানিয়েছেন, আমি কনর ম্যাকগ্রেগরের সঙ্গে কথা বলব না। সে যদি আমার সঙ্গে দেখা করতে চায়, তবে আমি দেখাও করব না। হাসবুল্লাকে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রভাবশালী হিসেবে ধরা হয়। সোশ্যাল মিডিয়ায় তার অনেক ফ্যান রয়েছে।
২০ বছর বয়সী হাসবোল্লাহ আকারে ছোট, তাই তাঁর মেমস বেশ ভাইরাল। ইনস্টাগ্রামেও তাঁর ভক্তরা লক্ষাধিক, এবার মিক্সড মার্শাল আর্ট নিয়ে অনেক কথা বলেছেন তিনি। হাসবুল্লাহর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৪৫ লক্ষের বেশি।
আবদু রোজিক এখন বিগ বস ১৬-এ শিরোনামে রয়েছেন। তিনিও এর আগে হাসবোল্লার সঙ্গে তাঁর ভিডিও এবং মিম শেয়ার করে ভাইরাল হয়ে যান, দু'জনেই একসঙ্গেএকটি প্রেস কনফারেনও করেন।