সুপ্রিম কোর্টের দারস্থ হলেন মহম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। স্বামী মহম্মদ শামির বিরুদ্ধে বিয়ের পরেও যৌন কর্মীদের সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ আনলেন হাসিন। ভারতীয় দলের (Team India) ফাস্ট বোলার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ করেছেন হাসিন।
হাসিনের অভিযোগ শামি তাঁর কাছে যৌতুক দাবি করতেন। পাশাপাশি যৌন কর্মীদের সঙ্গে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়িত থাকার অভিযোগ এনেছেন হাসিন। তাঁর অভিযোগ, 'ভারতীয় দলের হয়ে সফরের সময় বিসিসিআই-এর দেওয়া হোটেল রুমে যৌনকর্মীদের নিয়ে আসতেন শামি।
মহম্মদ শামির সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ হিসেবে দিতে হত ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে। এমনই নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। তবে শামির আরও কঠোর শাস্তি চেয়েছিলেন হাসিন।
আর এবার সুপ্রিম কোর্টের দারস্থ ভারতীয় ক্রিকেট তারকার স্ত্রী। হাসিন বলেন, 'আমি আশা করব এবার সুবিচার পাবো। সেই জন্যই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা।'
হাসিনের আরও অভিযোগ,'শামির কাছে দুটি মোবাইল থাকত। যৌনকর্মীদের যে ফোন থেকে শামি যোগাযোগ করতেন তা কলকাতা পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে।' হাসিনের অভিযোগ ছিল, ওই ফোন থেকেই যৌন কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন শামি।
শুধু শামি নয়, নিজের আইনজীবীর বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ সামনে এনেছেন হাসিন। তাঁর দাবি, 'আমি সঠিক বিচার পাচ্ছি না। কেন জানেন? আমার আইনজীবীর সঙ্গেই ওরা রফা করে নিচ্ছে। ফলে অর্ডার পেলেও সেটা কার্যকর করার আগেই, রায় বদলে যাচ্ছে।
গত চার বছর ধরে এই লড়াই লড়ে যাচ্ছি। যার কাছেই যাচ্ছি একই ব্যাপার। আমার জেতা কেস হেরে যাচ্ছি।' হতাশ হলেও লড়াই ছাড়তে নারাজ হাসিন। কীভাবে এমনটা হচ্ছে জানতে চাইলে হাসিন বলেন, 'দেখুন শামি অনেক বড় একটা নাম।