টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) প্রথম ম্যাচে খেলতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে স্মরণীয় জয় এনে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৫৩ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শেষ অবধি থাকলেন, ছ'টা চার আর চারটে ছক্কায় সাজালেন তাঁর ইনিংস।
টি২০ ক্রিকেটে জীবনের সেরা ইনিংস খেলে গেলেন বিরাট কোহলি। ম্যাচের পর চোখে জল। ছুটে আসা অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কোলে উঠে পড়লেন রবিবারের মহাকাব্যের নায়ক।
The KING is back 👑
— ICC (@ICC) October 23, 2022
Take a bow, Virat Kohli 🙌#T20WorldCup | #INDvPAK pic.twitter.com/OdAnbmso0h
আবেগে ভাসলেন ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়েও। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে বিরাট বলেন, 'ভাষা খুঁজে পাচ্ছি না। কী বলব বুঝতে পারছি না।' দর্শকদের চিৎকারে কিছুই তখন প্রায় শোনা যাচ্ছে না।
Cometh the hour, Cometh the Man ! 👑. Evadra Virat Kohli time ayipoyindhi annodu, ippudu maatladandi ra, those two sixes of Haris Rauf are enough to say that he’s the world’s best ! Tears of happiness ❤️ pic.twitter.com/eXAbKoWpaR
— John Koteshwar (@john_koteshwar) October 23, 2022
একটা সময় যখন মনে করা হচ্ছিল, ভারত এই লড়াই হেরেই গিয়েছে তখনই জ্বলে উঠেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৩১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় জয় এনে দিলেন বিরাট।
I have seen Virat for so many years. I have never seen a tear in his eyes. I saw it today. This was unforgettable
— Harsha Bhogle (@bhogleharsha) October 23, 2022
এটাই কি সেরা ইনিংস? রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তর দিতে কিছুটা সময় নিয়ে বিরাট বলেন, ''এতদিন আমি বলতাম মোহালির ইনিংসটাই সেরা। ওখানে ৫২ বলে ৮২ করেছিলাম। আর এখানে ৫৩ বলে ৮২। তবে আজকের পরিবেশ আলাদা ছিল। তাই এটাকে ওই ইনিংসের থেকে এগিয়ে রাখব।''
তবে এই জয়ের পেছনে হার্দিকের কৃতিত্বও দিলেন বিরাট। তিনি বলেন, ''হার্দিক বারবার বলছিল, আমরা পারব। শাহিন যে ওভারটা ড্রেসিংরুম এন্ড থেকে করতে এসেছিল, সেই ওভারেই আমরা টার্গেট করি। কারণ জানতামম,এটা করতে পারলে পাকিস্তান চাপে পড়ে যাবে।''
ম্যাচ জেতার পর চোখে জল হার্দিকেরও (Hardik Pandya)। সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াত বাবার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ভারতের অলরাউন্ডার।