scorecardresearch
 
Advertisement
খেলা

US Open 2022: দু'জনেই ডাকসাইটে সুন্দরী, US ওপেনের ফাইনালে গ্ল্যামারের ছটা, PHOTOS

ইউএস ওপেন (US Open 2022) মেয়েদের ফাইনালে জিতেছেন পোল্যান্ডের ইগা শিয়াটেক (Iga Swiatek)। এটা তাঁর কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম। ২০২০ ও ২০২২ সালে ফরাসি ওপেন (French Open) জিতেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। আর এবার জিতলেন ইউএস ওপেন।
  • 1/8

ইউএস ওপেন (US Open 2022) মেয়েদের ফাইনালে জিতেছেন পোল্যান্ডের ইগা শিয়াটেক (Iga Swiatek)। এটা তাঁর কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম। ২০২০ ও ২০২২ সালে ফরাসি ওপেন (French Open) জিতেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। আর এবার জিতলেন ইউএস ওপেন।
 

২১ বছর বয়সী ইগা শিয়াটেক ফাইনালে ২৮ বছর বয়সী তিউনিসিয়ান তারকা ওন্স জাবেউরকে (Ons Jabeur) ৬-২, ৭-৬ ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়ে দেন। এর মধ্য দিয়ে আবারও সিঙ্গেলসে গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন ভেঙে যায় জাবেউর।
  • 2/8

২১ বছর বয়সী ইগা শিয়াটেক ফাইনালে ২৮ বছর বয়সী তিউনিসিয়ান তারকা ওন্স জাবেউরকে (Ons Jabeur) ৬-২, ৭-৬ ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়ে দেন। এর মধ্য দিয়ে আবারও সিঙ্গেলসে গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন ভেঙে যায় জাবেউর।
 

বিশ্বের ৫ নম্বর খেলোয়াড় ওন্স জাবেউর এখনও পর্যন্ত সিঙ্গলসে একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। আরও আশ্চর্যের বিষয় হল, ৪ বছরের কেরিয়ারে সিঙ্গলসে তৃতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন জাবেউর।
  • 3/8

বিশ্বের ৫ নম্বর খেলোয়াড় ওন্স জাবেউর এখনও পর্যন্ত সিঙ্গলসে একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। আরও আশ্চর্যের বিষয় হল, ৪ বছরের কেরিয়ারে সিঙ্গলসে তৃতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন জাবেউর।   
 

Advertisement
যদিও গত দুই বছরে জাবেউরের খেলার অনেক উন্নতি হয়েছে। এ বছর তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছেন তিনি। কিন্তু শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে দেন ইগা শিয়াটেক। 
  • 4/8

যদিও গত দুই বছরে জাবেউরের খেলার অনেক উন্নতি হয়েছে। এ বছর তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছেন তিনি। কিন্তু শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে দেন ইগা শিয়াটেক। 

অন্যদিকে ইগা তৃতীয়বার গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে উঠে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে দারুণ খেলেছেন ইগা। আর সেই জন্যই স্ট্রেট সেটে তাঁর প্রতিপক্ষকে হারিয়ে দেন তিনি।
  • 5/8

অন্যদিকে ইগা তৃতীয়বার গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে উঠে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে দারুণ খেলেছেন ইগা। আর সেই জন্যই স্ট্রেট সেটে তাঁর প্রতিপক্ষকে হারিয়ে দেন তিনি। 
 

দারুণ ছন্দে রয়েছেন তিনি। ২০২০ সালে ও ২০২২ সালে ফরাসি ওপেন জিতে নেওয়ার পর এবার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন ইগা। এই বছরেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন ইগা শিয়াটেক।
  • 6/8

দারুণ ছন্দে রয়েছেন তিনি। ২০২০ সালে ও ২০২২ সালে ফরাসি ওপেন জিতে নেওয়ার পর এবার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন ইগা। এই বছরেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন ইগা শিয়াটেক। 
 

ইগা ২০১৯ সালে প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেলেন। সেই বছরে কিছু করতে না পারলেও, পরের বছরেই ২০২০ সালে ফেঞ্চ ওপেন জিতে নেন।
  • 7/8

ইগা ২০১৯ সালে প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেলেন। সেই বছরে কিছু করতে না পারলেও, পরের বছরেই ২০২০ সালে ফেঞ্চ ওপেন জিতে নেন।
 

Advertisement
জাবেউর এর আগে উইম্বলডনের ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন। প্রথম তিউনিশিয়ান টেনিস তারকা হিসেবে উইম্বলডন ফাইনালে ওঠেন তিনি।      
  • 8/8

জাবেউর এর আগে উইম্বলডনের ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন। প্রথম তিউনিশিয়ান টেনিস তারকা হিসেবে উইম্বলডন ফাইনালে ওঠেন তিনি।      

Advertisement