টি২০ ওয়ার্ল্ড কাপে যে নিউজিল্যান্ডের সঙ্গে হেরে বিদায় ঘন্টা বেজে গিয়েছিল ভারতের, নতুন কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে খেলতে নেমে সেই নিউজিল্য়ান্ডকেই ৩-০ ফলে উড়িয়ে দিল ভারত। বিরাট নেই, রোহিত এখন টি২০তে ভারতের ফুলটাইপ অধিনায়ক।
জয়ের পর রাহুল যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা সত্যিই অন্য়রকম। তিনি বলেন, জয় দিয়ে শুরু করা ভাল। তবে আমাদের পা মাটিতে রাখতে হবে। পাশাপাশি নিউজিল্যান্ডের টানা শিডিউল নিয়েও তিনি চিন্তা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ১৪ নভেম্বর ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে ৩ দিনের মধ্যে নতুন সিরিজ খেলা সহজ নয়। ৬ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হয়েছে তাঁদের। যা ভাল পারফরম্য়ান্স করার পক্ষে অসুবিধাজনক।
ম্যাচ শেষের পর নিউ জিল্য়ান্ডের খেলোয়াড়রা রাহুল দ্রাবিড়ের মত কিংবদন্তীর সঙ্গে দেখা করেন, কথা বলেন। এই ম্যাচে ক্যাপ্টেন মিচেল স্যান্টনার রাহুলের সঙ্গে দীর্ঘ আলাপ করেন।
টি২০ বিশ্বকাপের সঙ্গেই রবি শাস্ত্রীর কোচিং এর মেয়াদ শেষ হয়েছে। ভারতীয় দলের দেওয়াল বলে পরিচিত রাহুল এখন হেড কোচ। তাঁর কোচিংয়ের শুরু হল টি২০ সিরিজ জয় দিয়ে।