scorecardresearch
 
Advertisement
খেলা

Team India Holi Celebration: 'বেবি কাম ডাউন' গাইছেন কোহলি, রং মেখে 'ভূত' টিম ইন্ডিয়া, PHOTOS

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) চতুর্থ টেস্ট। তার আগে রংয়ের উৎসবে মেতে উঠলেন ভারতীয় দলের (Team India) ক্রিকেটাররা। গোটা দেশ যখন দলে মেতে উঠেছে, সেই সময়ই নিজেদের টিম বাসেই রং খেলায় মেতে উঠলেন রোহিত শর্মা (Rohit Sharma)
  • 1/7

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) চতুর্থ টেস্ট। তার আগে রংয়ের উৎসবে মেতে উঠলেন ভারতীয় দলের (Team India) ক্রিকেটাররা। গোটা দেশ যখন দলে মেতে উঠেছে, সেই সময়ই নিজেদের টিম বাসেই রং খেলায় মেতে উঠলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)।
 

ভারতীয় দলের রং খেলার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতের ওপেনার শুভমন গিল (Subhman Gill)। ভিডিওতে ভারতীয় দলের প্রায় সমস্ত সদস্যকেই দেখা যাচ্ছে।
  • 2/7

ভারতীয় দলের রং খেলার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতের ওপেনার শুভমন গিল (Subhman Gill)। ভিডিওতে ভারতীয় দলের প্রায় সমস্ত সদস্যকেই দেখা যাচ্ছে। 
 

কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও দেখা গিয়েছে। পেছন থেকে বিরাট কোহলি ও শুভমন গিলের মাথায় নীল আবির ছুঁড়ে মারেন ভারতীয় দলের ক্যাপ্টেন।
  • 3/7

কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও দেখা গিয়েছে। পেছন থেকে বিরাট কোহলি ও শুভমন গিলের মাথায় নীল আবির ছুঁড়ে মারেন ভারতীয় দলের ক্যাপ্টেন। 
 

Advertisement
অমিতাভ বচ্চনের সিনেমার বিখ্যাত গান ‘রঙ বরসে’-র সঙ্গে তাল মিলিয়ে আনন্দ করতে দেখা গিয়েছে ভারতীয় দলের সদস্যদের। নিজেদের টিম বাসেই আবির খেলার আনন্দ উপভোগ করছিলেন ভারতীয় ক্রিকেটাররা।
  • 4/7

অমিতাভ বচ্চনের সিনেমার বিখ্যাত গান ‘রঙ বরসে’-র সঙ্গে তাল মিলিয়ে আনন্দ করতে দেখা গিয়েছে ভারতীয় দলের সদস্যদের। নিজেদের টিম বাসেই আবির খেলার আনন্দ উপভোগ করছিলেন ভারতীয় ক্রিকেটাররা। 
 

তবে ভিডিওটি যে অবস্থায় শুরু হয়েছে তা দেখে অনেকেরই ধারণা যে ক্রিকেটাররা অনুশীলনের সময় আবির খেলে তারপর টিমবাসে ফিরেছেন।
  • 5/7

তবে ভিডিওটি যে অবস্থায় শুরু হয়েছে তা দেখে অনেকেরই ধারণা যে ক্রিকেটাররা অনুশীলনের সময় আবির খেলে তারপর টিমবাসে ফিরেছেন।


 

ভারত সিরিজের প্রথম দুটি টেস্টে অর্থাৎ নাগপুর এবং দিল্লিতে দাপট দেখিয়ে জয় পেয়েছিল। যদিও ভারতের ব্যাটিং নিয়ে প্রশ্ন সেই সময়ও ছিল। অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে বারেবারে মুখ থুবড়ে পড়তে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটারদের। ইন্দোর টেস্টে নাথন লায়নের বলিং-এ
  • 6/7

ভারত সিরিজের প্রথম দুটি টেস্টে অর্থাৎ নাগপুর এবং দিল্লিতে দাপট দেখিয়ে জয় পেয়েছিল। যদিও ভারতের ব্যাটিং নিয়ে প্রশ্ন সেই সময়ও ছিল। অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে বারেবারে মুখ থুবড়ে পড়তে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটারদের। ইন্দোর টেস্টে নাথন লায়নের বলিং-এর সামনে মুখ থুবড়ে পড়েছিল ভারতের ব্যাটাররা। আমেদাবাদ টেস্টে যাতে সেই ভুল না হয় তেমনটা খেয়াল রাখতে চাইবে ভারতীয় দল।
 

সকলেই যে ভারতীয় দলের এমনভাবে দোল সেলিব্রেশন খুব ভালোভাবে নিয়েছেন এমনটা ভাবার কোনও কারণ নেই। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত নয়। তাই ক্রিকেটারদের এখন সস্তার আনন্দে গা না ভাসিয়ে পরশুদিন থেকে শুরু হতে চলা টেস্ট নিয়ে বেশি মনোযোগী থা
  • 7/7

সকলেই যে ভারতীয় দলের এমনভাবে দোল সেলিব্রেশন খুব ভালোভাবে নিয়েছেন এমনটা ভাবার কোনও কারণ নেই। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত নয়। তাই ক্রিকেটারদের এখন সস্তার আনন্দে গা না ভাসিয়ে পরশুদিন থেকে শুরু হতে চলা টেস্ট নিয়ে বেশি মনোযোগী থাকা উচিত। এমনটাই মনে করছেন অনেকে। 

Advertisement