ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান তাঁর স্ত্রী সাফা বেগের প্রচুর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যদিও সাফার বেশিরভাগ ছবিতে বোরখায় থাকেন। জেনে রাখা ভালো যে ইরফান ২০১৬ সালে সাফার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
ইরফান এবং সাফার ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা এই বিয়েতে আমন্ত্রণ পেয়েছিলেন। ইরফান ও সাফা মক্কায় গাঁটছড়া বেঁধেছিলেন। সাফা এবং ইরফানের বিয়েতে ভারতীয় ভক্তরা অবাক হয়েছিলেন, কারণ এই হাই প্রোফাইল তারকা ইরফান পাঠানের মতো ক্রিকেটারের বিয়ের বিষয়টি পুরোপুরি গোপন রাখা হয়েছিল।
২৭ বছর বয়সী সাফা একজন অন্যতম সুন্দরী। তিনি মধ্য এশিয়ার বিখ্যাত মডেল হয়েছেন এবং বহু নামী ম্যাগাজিনে তার ছবি প্রকাশ হতে দেখা গিয়েছে। সাফা জেদ্দায় একটি সোশ্যাল মিডিয়া সংস্থায় কাজ করেছেন। তিনি পেশাদারী শিল্পীও। বিয়ের পরে সাফা তার জীবনকে ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সেভাবে তাঁকে আর দেখা যায় না।
ইরফান পাঠানের জনপ্রিয়তা অনেকটাই ভারতীয় ক্রীড়া মহলে। তবে স্ত্রী সাফা সম্পর্কে খুব কম লোকই জানেন। সাফার বাবা মির্জা ফারুক বৈগ একজন সৌদি আরবের ব্যবসায়ী। কথিত আছে যে সাফা ও ইরফানের দুবাইয়ে প্রথম দেখা হয়েছিল। সাফা ১৯৯৪ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি সৌদি আরবের জেদ্দায় বড় হয়ে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করেছেন।
Entering probably the most beautiful phase of my life.We both wish to thank everyone for your wishes & #blessings pic.twitter.com/Obrdlat3Xq
— Irfan Pathan (@IrfanPathan) February 7, 2016
সৌদি আরবের মডেলিং ইন্ডাস্ট্রিতে নাম অর্জনের পর সাফাকে বিয়ের পরে বেশিরভাগ ছবিতে বোরখাতে দেখা যায় । ইরফান ও সাফার সন্তানও রয়েছে। সূত্রের খবর পাঠানের ছেলের নাম নাম ইমরান খান পাঠান।
সম্প্রতি খেলাধুলো না করলেও, ইরফান বেশ খানিকটা সময়ই কাটান ক্রিকেট নিয়েই। কোচিং সহ ক্রিকেটের বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। মাঝে লেজেন্ডদের ক্রিকেটেও দেখা গিয়েছিল পাঠানকে।
একই সাথে ইরফান পাঠানের কথা বললে তিনি ২০২০ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইরফান টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০০৭ টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত, সেই দলের সদস্যও ছিলেন পাঠান। চূড়ান্ত ম্যাচে ইরফান ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেব এবং এই পারফরম্যান্সের ভিত্তিতে টিম ইন্ডিয়া পাকিস্তানকে পরাজিত করেছিল।